সুমন ঘড়াই, কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় রদবদল। দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিক, প্রদীপ মজুমদারের। পর্যটন থেকে বাবুল সুপ্রিয়কে সরিয়ে দায়িত্বে ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) হাতে এল তথ্য প্রযুক্তি, অচিরাচরিত শক্তি পঞ্চায়েতের সঙ্গে সমবায়ের দায়িত্বে প্রদীপ মজুমদার। অরূপ রায়ের হাতছাড়া সমবায়, দায়িত্বে খাদ্য প্রক্রিয়াকরণ। বন দফতরের সঙ্গে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক। (State Cabinet Change)         

  


এর আগে মার্চ মাসে রাজ্য মন্ত্রিসভায় রদবদল হয়েছিল। সংখ্যালঘু উন্নয়ন দফতর এবার নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে সরানো হল গোলাম রব্বানিকে। সংখ্যালঘু উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন। গোলাম রব্বানিকে পাঠানো হয়েছিল উদ্যান পালন দফতরে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।                                  


এর আগে ইন্দ্রনীলই পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী ছিলেন। তবে এবার বাবুল সুপ্রিয়র হাত থেকে পর্যটন দফতর নিয়ে তা ইন্দ্রনীলকেই দেওয়া হল। সম্প্রতি, বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনেই প্রকাশ্যে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায় বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেনকে। সূত্রের খবর, ইন্দ্রনীলের উদ্দেশে তাঁর দফতরের কাজ আটকে দেওয়ার অভিযোগও না কি করেছিলেন বাবুল। এরপর দিদিকে বলো, এমনই মন্তব্য করেছিলেন ইন্দ্রনীল, খবর ছিল এমনটাই। 


আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন, আমি তাঁকে টেনশন দিতে চাই না', মন্তব্য রাজ্যপালের


শুধু তাই নয়, তাঁর দফতরের কাজে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছিলেন আগেই এবার বাস্তবেও তার প্রতিফলন ঘটল। রাজ্য মন্ত্রিসভার রদবদলে, পর্যটন দফতর হারালেন বাবুল সুপ্রিয়।                                                               


ইন্দ্রনীলের হাতে ছিল কারিগরি শিক্ষা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আর পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়। দুই দফতরের মধ্যে মিল না থাকলেও ইন্দ্রনীল আবার বাবুলের দফতরের অধীন পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন। কিছুদিন আগেই বিতর্কিত আমলা নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে ওই পদ ইন্দ্রনীলকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।