আবীর দত্ত, কলকাতা: চাঞ্চল্যকর ঘটনা। মহিষবাথানে সল্ট লেক শিক্ষা নিকেতন (Salt Lake Shiksha Niketan) স্কুলের পড়ুয়ারা নিখোঁজ (Missing)। আজ শুক্রবার, করোনা কালের (Covid period) পর আজই প্রথম স্কুল খুলেছে। প্রথমে মনে করা হয় বেলা ১২টায় স্কুল ছুটি হয়েছে পড়ুয়াদের। তবে অভিভাবকদের দাবি আজ ১১টা বেজে ১৫ মিনিটে স্কুল ছুটি হয়ে যায়।


ঠিক কী হয়েছে? 


অভিযোগ, ছুটির পর ৩টি বাসে করে স্কুল থেকে বেরিয়েছে পড়ুয়ারা। অভিভাবকদের (guardian) দাবি বাচ্চারা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বাড়ি পৌঁছে যায়। তা না হওয়ায় অভিভাবকরা স্কুলে খোঁজ নেন। তখন জানানো হয় বাস বেরিয়ে গেছে।


এরপর স্কুল বাস চালকদের ফোন করা হলে তাদের প্রত্যেকের ফোন স্যুইচড অফ (switched off) পাওয়া যায়। বাড়ি ফেরেনি কোনও পড়ুয়া এমনটাই দাবি অভিভাবকদের। এরপর স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা।


ঘটনাস্থলে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ পৌঁছয়। বাসে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি (class 1-8) পর্যন্ত পড়ুয়ারা ছিল। করোনাকালের পর আজই প্রথম খুলেছে এই স্কুল। প্রত্যেকদিনের মতো স্কুলবাসে করে স্কুলে যায় পড়ুয়ারা। নিয়ম করে বাসে ওঠেও। কিন্তু তারা সময়ে বাড়ি না পৌঁছনোয় ভয়ে সন্ত্রস্ত অভিভাবকরা। 


আরও পড়ুন: Asansol By Election: বহিরাগত প্রসঙ্গে ফের মুখোমুখি তরজা, সায়নীর জন্মের শংসাপত্র চাইলেন অগ্নিমিত্রা


অভিভাবকদের দাবি, স্কুলে পৌঁছনো থেকে স্কুল থেকে বাড়ি ফেরা পর্যন্ত পুরোটাই স্কুলের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব বা সেই ব্যাপারে কোনও কথাই স্কুল কর্তৃপক্ষ কিছুই বলতে পারেনি। ফলে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাচ্চারা কোথায় গেল? কারা নিয়ে গেল? কেন কাউকে ফোনে পাওয়া যায়নি? একাধিক প্রশ্ন উঠে আসতে থাকে। গোটা বিষয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে।