কলকাতা: এবার বিভিন্ন জায়গায় ক্য়াম্প করে টেলিমেডিসিন পরিষেবা (Tele Medicine Service) দেওয়া শুরু করলেন চিকিৎসকরা। গতকাল থেকে শুরু হয়েছে এই টেলিমেডিসিন পরিষেবা। এদিন সকাল থেকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন।


কুমোরটুলিতে ক্য়াম্প করেছেন আর জি কর মেডিক্য়াল কলেজের জুনিয়র চিকিৎসকরা, ধর্মতলায় কলকাতা মেডিক্য়াল কলেজ, শিয়ালদায় এনআরএস, রবীন্দ্র সদনের রানুছায়া মঞ্চে এসএসকেএমের জুনিয়র চিকিৎসকরা ক্য়াম্প করে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছেন। বেহালায় জোকা ইএসআই এবং যাদবপুরে কেপিসি মেডিক্য়াল কলেজের জুনিয়র চিকিৎসকরা ক্য়াম্প করেছেন। ইতিমধ্য়েই মেডিক্য়াল কলেজ ও হাসপাতালগুলি থেকে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া শুরু হয়েছে। এবার চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্য়োগে বিভিন্ন জায়গায় ক্য়াম্প করে এই পরিষেবা দেওয়া শুরু হল।  


আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষনের ঘটনার বিচারের দাবিতে টানা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। রোগী পরিষেবা ব্য়াহত হওয়ায়, তাঁদের অবিলম্বে কাজে ফিরতে অনুরোধ করেছেন মুখ্য়মন্ত্রী স্বয়ং। কর্মবিরতি প্রত্যাহারের কথা বলেছে সুপ্রিম কোর্টও। এই আবহে গতকাল শনিবার থেকে আর জি কর মেডিক্য়ালে টেলি মেডিসিন পরিষেবা চালু করেছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল সকাল থেকেই ভিডিও কলের মাধ্য়মে রোগীদের পরিষেবা দেওয়া হয়। প্রেসক্রিপশনের মাধ্য়মে তোলা হয় সুবিচারের দাবি, যেখানে লেখা ছিল আর জি করের বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই।


এদিকে আর জি কর মেডিক্য়াল কলেজে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্তে পার্কিংয়ের দায়িত্বে থাকা সংস্থার থেকে তথ্য তলব সিবিআইয়ের। নথি নিয়ে নিজাম প্য়ালেসে কেন্দ্রীয় এজেন্সির দফতরে পার্কিংয়ের দায়িত্বে থাকা সংস্থার দুই প্রতিনিধি।প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের আমলে আর জি কর মেডিক্য়ালে আর্থিক দুর্নীতি ও একাধিক অনিয়মের অভিযোগে সরব হয়েছেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। যার মধ্য়ে বেআইনিভাবে পার্কিং সংস্থাকে বরাত দেওয়ার অভিযোগও রয়েছে। আখতার আলির দায়ের করা মামলায় আর জি কর মেডিক্য়ালে আর্থিক অনিয়মের তদন্ত করছে সিবিআই। পার্কিং সংক্রান্ত অনিয়মের অভিযোগের তদন্তে এবার দায়িত্ব প্রাপ্ত সংস্থার থেকে নথি তলব করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Alipurduar News: ভ্রাম্যমান গ্রন্থাগার, ছবিতে সেজেছে গ্রাম; 'বই-গ্রাম'-এর পথ চলা শুরু