সন্দীপ সরকার, কলকাতা: ভবানীপুরে (Bhowanipore) জোড়া খুনের ঘটনায় পরতে পরতে রহস্য (mystry)। দম্পতি খুনের ঘটনায় এবার তিনজনকে জিজ্ঞাসাবাদ (questioning) করা হবে। ব্যবসায়ীর বাড়ির পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
ভবানীপুরের হত্যাকাণ্ডে রহস্য
ভবানীপুরে খুনের ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। ব্যবসায়ীর বাড়ির পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হবে। নির্মীয়মাণ বহুতলের এক ঠিকা শ্রমিককেও জিজ্ঞাসাবাদ করা হবে।
জানা গেছে, নিহত দম্পতির বাড়ির সামনে ৩টি সিসি ক্যামেরাই বিকল। রাস্তায় লাগানো পুলিশের ক্যামেরার ফুটেজেই তাই নজর দিচ্ছেন তদন্তকারী দল। খতিয়ে দেখা হচ্ছে ব্যবসায়ীর মোবাইল ফোনের কললিস্টও। যদিও ব্যবসায়ীর দুটি মোবাইল ফোনই গায়েব। অন্যদিকে সূত্রের খোঁজে এবার বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ।
রাতে দম্পতির ছোট মেয়ের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি, এমনটাই জানালেন মৃতের আত্মীয়।
পুলিশের জিজ্ঞাসাবাদ
ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় গতকাল ঘটনাস্থলে এসেছিল পুলিশ কুকুর। ঘটনাস্থল থেকে ৪০০ মিটার দূরে গিয়ে থেমে যায় সেই স্নিফার ডগ। সেই দূরত্বের ভিতরেই একটি বাড়িতে লাগানো আছে সিসি ক্যামেরা। তার ফুটেজই এবার পরীক্ষা করে দেখতে চাইছে পুলিশ।
আরও পড়ুন: Bhowanipore Murder: 'ক্রাইম করে বাংলা থেকে কেউ ছাড় পায় না, তদন্ত হবে,' দম্পতি খুনের ঘটনায় মন্তব্য ফিরহাদের