ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর (Koustav Bagchi Arrested) গ্রেফতারিতে উত্তাল বঙ্গ রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে লেখা বই ছড়িয়ে দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। সেই আবহে এবিপি আনন্দে মুখ খুললেন কলকাতার বাসিন্দা সুমিত সিংহ, কৌস্তভের নামে অভিযোগ দায়ের করেছেন যিনি। তাঁর বক্তব্য়, মুখ্যমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন কৌস্তভ, তা মানতে পারেননি তিনি। তাই অভিযোগ করেছেন থানায় (Kolkata News)। 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে লেখা বই ছড়িয়ে দেওয়ার অভিযোগ


উত্তর কলকাতার নীলমণি মিত্র স্ট্রিটের বাসিন্দা সুমিত। স্থানীয় স্তরে তৃণমূলের সঙ্গেও যুক্ত। তিনিই শুক্রবার রাতে বড়তলা থানায় অভিযোগ দায়ের করেন। এবিপি আনন্দে সুমিত বলেন, "ফেসবুকে দেলাম, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টোপাল্টা বলেছেন উনি। আমি ৮ নম্বর ওয়ার্ডে থাকি। তৃণমূল করি। ওঁর কথা শুনে খারাপ লাগল। তাই থানায় অভিযোগ করেছি।"


মুখোমুখই কৌস্তভের সঙ্গে পরিচয় নেই কৌস্তভের। টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছেন বলে জানান। কিন্তু সোশ্যালস মিডিয়ায় কিছু দেখে কেন কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলেন! জবাবে সুমিত বলেন, "কারও নির্দেশে এ কাজ করিনি আমি। নিজে দল করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসি আমি। ওঁর মন্তব্য ভাল লাগেনি আমার। খারাপ লাগল। তাই অভিযোগ করলাম। মুখ্যমন্ত্রীর নামে এই ধরনের কথা ঠিক নয়। পুলিশের উচিত শাস্তি দেওয়া। "


আরও পড়ুন: Koustav Bagchi: রাত ৩টেয় কৌস্তভের বাড়িতে পুলিশ! শুনানিতে হই-হট্টগোল, এজলাস ছেড়ে বেরিয়ে গেলেন বিচারক


সেই আবহে এবিপি আনন্দে মুখ খুললেন কলকাতার বাসিন্দা সুমিত সিংহ, কৌস্তভের নামে অভিযোগ দায়ের করেছেন যিনি। তাঁর বক্তব্য়, মুখ্যমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন কৌস্তভ, তা মানতে পারেননি তিনি। তাই অভিযোগ করেছেন থানায় (Kolkata News)। 


হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে। পুলিশ সূত্রে খবর, কৌস্তভের মন্তব্যের ভিত্তিতে বড়তলা থানায় লিখিত অভিযোগের কারণেই এই গ্রেফতার। ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৯, ৩৫৪A এবং ১২০B ধারায় আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করা হয়। 


সাগরদিঘিতে কংগ্রেসের জয়ের পর অধীর চৌধুরীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তার জেরে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বই নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূলনেত্রীকে পাল্টা আক্রমণের পরেই, আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভকে গ্রেফতার করে বড়তলা থানার পুলিশ। জামিন অযোগ্য ধারায় কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।