কলকাতা: বড়দিন (Christmas) এবং বর্ষবরণের (New Year) আগেই সুখবর। শহর কলকাতায় ফের চালু হচ্ছে রাত্রিকালীন বাস (Night Bus)। ২৩ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই পরিষেবা। আপাতত হাওড়া, গড়িয়া, বারাসত এবং জোকা থেকে এই পরিষেবা চালু হচ্ছে। এই সমস্ত জায়গায় রাতভর বাস পরিষেবা পাবেন যাত্রীরা।


করোনার প্রকোপ দেখা দেওয়ার আগে যাত্রীদের সুবিধার্থেই চালু হয়েছিল রাত্রিকালীন বাস পরিষেবা৷ গভীর রাতে যাতায়াতের সুবিধার জন্য এই পরিষেবা চালু করেছিল রাজ্য পরিবহণ দফতর৷ যাত্রীদের থেকেও ভাল সাড়া মিলছিল৷ কিন্তু কোভিড (COVID-19) কালে তা বন্ধ হয়ে যায়। আবার ফিরছে সেই পরিষেবা। আপাতত শুরুর দিকে বাস সংখ্যায় কম রাখা হলেও, ধাপে ধাপে রাতের বাসের সংখ্যা বাড়ানো হবে।


আরও পড়ুন: Safe Drive Save Life: দুর্ঘটনামুক্ত হোক শহর, পথনাটিকায় 'সেফ ড্রাইভ সেভ লাইফ'-এর বার্তা পুলিশের


রাজ্যের তরফে জানানো হয়েছে, দূরপাল্লার বাস পেতে যাতে সমস্যায় না পড়েন সাধারণ মানুষ, তার জন্যই ফের রাত্রিকালীন বাস পরিষেবা চালু করা হচ্ছে। তবে সব বাস যেহেতু এখনও রাস্তায় নামেনি, তাই আপাতত সীমিত সংখ্যক বাসই রাখা হচ্ছে রাত্রিকালীন পরিষেবার জন্য।


করোনার সেই ভয়াবহতা এই মুহূর্তে না থাকলেও, ওমিক্রন ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে সর্বত্র।তার জন্য ফের রাজ্যগুলিকে রাত্রিকালীন কার্ফু ফেরোনোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। নিয়নসঙ্ঘন চোখে পড়লে কড়া ব্যবস্থাও নিতে বলা হয়েছে। সেই পরিস্থিতিতেই শহরে রাত্রিকালীন বাস চালু হচ্ছে।


এর আগে, দুর্গাপুজোর সময়ও উৎসবপ্রেমী মানুষের জন্য সীমিত সময়ের জন্য রাত্রিকালীন বাস ফিরিয়ে আনে রাজ্য। পুজোর দিনগুলিতে কলকাতা থেকে ১৪ টি রুটে রাত্রিকালীন বাস পরিষেবা চালু হয়। রাত জেগে ঠাকুর দেখার ক্ষেত্রে তাতে সুবিধা হয় সাধারণ মানুষের। এ বারও বড়দিন এবং বর্ষবরণের আগে রীতিমতো পরিকল্পনা করে রাতের এই বাস পরিষেবা ফের চালু করল রাজ্য পরিবহণ দফতর।