নয়াদিল্লি: বেশ কিছুদিন পর ফের শুরু হয়েছে 'পাঠান' (Pathan) ছবির শ্যুটিং। কাজ শুরু করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। 'পাঠান' ছবির হাত ধরে বড় পর্দায় কামব্যাক করছেন কিং খান। ফলে ছবির ঘোষণার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় সিনেপ্রেমীরা। ছবিতে খানিক অন্যরকম অবতারে দেখা যাবে শাহরুখকে। ছবিটি নিয়ে যদিও একেবারে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা। যদিও এক বিনোদন সংস্থার প্রতিবেদন অনুসারে কিং খান এই ছবিতে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহামের (John Abraham) সঙ্গে কাজ করবেন।


ছবির শ্যুটিং মাঝপথে থামিয়েছিলেন কিং খান। অক্টোবরের শুরুতে তাঁর ছেলে আরিয়ান খানের (Aryan Khan) নাম জড়ায় মাদক কাণ্ডে। এনসিবি গ্রেফতার করে আরিয়ানকে। সেই সময়ে শ্যুটিং থামিয়ে ফিরে এসেছিলেন অভিনেতা। তবে ২২ ডিসেম্বর অর্থাৎ আজ ফের 'পাঠান'-এর সেটে ফিরলেন কিং খান। লম্বা চুলে ক্যামেরাবন্দি হন বাদশা। মুম্বইয়ে শ্যুটিং চলাকালীন পাপারাৎজীদের ক্যামেরায় ধরা পড়ে তার ঝলক। 'কিং অফ রোম্যান্স'-কে এদিন কালো টি-শার্ট ও অগোছালো খোপা বাঁধা চুলে সেটে দেখা যায়।


তাঁর কামব্যাকে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা। স্বাগত জানালেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর ছবি প্রকাশ পেতেই ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে 'পাঠান'। সকলে নিজেদের উত্তেজনা প্রকাশ করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটার, ইনস্টাগ্রাম সর্বত্র তাঁর অজস্র ফ্যান ক্লাব থেকে শেয়ার করা হয় আজকের ছবি।


 






কারও কথায় 'ওঁর এক ঝলকই দিন ভাল করার জন্য যথেষ্ট'। কেউ বা লিখছেন, 'অধীর আগ্রহে অপেক্ষায়'। বিরতির পর কাজে ফেরায় উচ্ছ্বসিত অনুরাগীরা। রুপোলী পর্দায়ও তাঁকে অনেকদিন দেখা যায়নি। 


আরও পড়ুন: 83 Film Update: সিনেমা মুক্তির আগে 'আইকন' কপিল দেবের সঙ্গে অদেখা ছবি পোস্ট রণবীরের


বড়পর্দায় শাহরুখ খানের শেষ ছবি ২০১৮-এর 'জিরো'। ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মার সঙ্গে এই ছবিতে কাজ করেছিলেন তিনি। যদিও বক্স অফিসে বিশেষ সাফল্য লাভ করতে পারেনি সেই ছবি। প্রসঙ্গত গতকালই তিন বছর পূরণ করে 'জিরো'।