কলকাতা: টালিগঞ্জের গ্রাহামস্ রোড থেকে অজ্ঞাতপরিচয় মহিলার কাটা মুন্ডু উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি বহুতলের পিছনের ভ্যাটে মুন্ডুটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্লাস্টিকের ব্যাগে মোড়া ছিল মাথাটি। কাটা মুন্ডু উদ্ধার করেছে গল্ফগ্রিন থানার পুলিশ। দেহের বাকি অংশের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মৃতের পরিচয় জানারও চেষ্টা চলছে।
কাটা মুন্ডু উদ্ধারে চাঞ্চল্য: খাস কলকাতার বুকে হাড়হিম করা ঘটনা। শুক্রবার সকালে টালিগঞ্জের গ্রাহামস্ রোডের উপরে ভয়াবহ দৃশ্য দেখলেন স্থানীয় বাসিন্দারা। একটি বহুতলের পিছনের ভ্যাটে পড়ে ছিল অজ্ঞাত পরিচয় যুবতীর কাটা মাথা। প্লাস্টিকে মোড়া সেই মাথা দেখতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ খবর পেয়ে এসে মাথা উদ্ধার করে। সূত্রের খবর, ক্ষত তাজা ছিল। ১২ ঘণ্টার মধ্যে সম্ভবত যুবতীতে খুন করা হয়। তাজা রক্তের দাগ রয়েছে।
শহরে এমন নৃশংস খুনের ঘটনা জানাজানি হতেই ছুটে আসে গল্ফগ্রিন থানার পুলিশ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররাও। রাস্তার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক নমূনা সংগ্রহ করেছে। পুলিশের অনুমান আততায়ী অন্য জায়গায় খুন করে কাটা মাথা এখানে ফেলে। দেহাংশ অন্য জায়গায় ফেলে।ঘটনাস্থলের সামনে মন্দির সেখানে ২ টি সিসিটিভি ক্যামেরা তার হার্ডডিক্স নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এর থেকে বোঝা যাবে আততায়ী কোন দিকে গেছে।
এদিকে বালির তবলাবাদক খুনের নেপথ্যে থাকা সিরিয়াল কিলার রাহুলকে ভিনরাজ্য থেকে নিজেদের হাতে পেয়েছে হাওড়া রেল পুলিশ। গত ১৯ নভেম্বর, হাওড়াগামী ডাউন কাটিহার এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরা থেকে উদ্ধার হয় তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ। ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করা হয় তাঁকে। তদন্তে নেমে রাহুল ওরফে ভোলু কর্মবীর ইশ্বর জাঠ নামে ওই সিরিয়াল কিলারের হদিশ পায় রেল পুলিশ। এক যুবতীকে ধর্ষণ-খুনের ঘটনায় তাঁকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। শুধু তাই নয়, তদন্তকারীরা জানতে পেরেছেন, ২৫ দিনের মধ্যে বিভিন্ন ট্রেনে পাঁচটি খুন করেছে ওই সিরিয়াল কিলার। কীভাবে বালির তবলাবাদককে খুন করেছিল রাহুল, লুঠের উদ্দেশ্য, নাকি অন্য কারণ? জানতে ওই সিরিয়াল কিলারকে জেরা করতে চায় রেল পুলিশের তদন্তকারী দল। বৃহস্পতিবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Amdanaga News: থানায় মহিলাকে মারধরের অভিযোগ, আমডাঙার আইসি-র বিরুদ্ধে মামলা বারাসাত জেলা আদালতে