রুমা পাল, সত্যজিৎ বৈদ্য, কলকাতা: দিনে-দুপুরে ফের অগ্নিকাণ্ড কলকাতায় (Kolkata News)। এ বার তপসিয়ায় (Topsia Fire) জুতোর কারখানায় (Shoe Factory) অগ্নিকাণ্ড। দমকলের ৮টি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে (Fire Brigade)। ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা যায়নি।


শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা


মঙ্গলবার সকালেও আর পাঁচটা দিনের মতোই কাজে এসেছিলেন কর্মীরা। সেই সময় আচমকাই  দাউদাউ করে জ্বলে উঠল কারখানার চারপাশ। দুপুর সাডে় ১২টা নাগাদ কারখানাটিতে আগুন লাগে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। 


প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন দুপুরে আচমকাই আগুন ধরে যায় কারখানায়। কারখানার ভিতরে দাহ্য পদার্থ থাকায়, দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা।  তবে কারখানার কর্মীরা সকলেই নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। 


আরও পড়ুন: Howrah Businessman: হাওড়ায় ব্যবসায়ীর বাড়িতে যকের ধন! কয়েক মাসেই ১৩৪ কোটির লেনদেন! গুগলকে চিঠি কলকাতা পুলিশের


অগ্নিকাণ্ডের খবর পেয়ে এ দিন ঘটনাস্থলে আসে দমকলের ৮টি ইঞ্জিন। কিন্তু, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। পরিস্থিতির দিকে নদর রাখেন কলকাতা পৌরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জলি বসুও। 


তোপসিয়ায় জুতোর কারখানায় আগুন


এর পর, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। কিন্তু ভরদুপুরে কী ভাবে আগুন লাগল কারখানায়? কারখানার ভিতরে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি? প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখছে খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল।   


হাওড়ায় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশিতে টাকার অঙ্ক ১০০ কোটি পার


অন্য দিকে, শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে আক্ষরিক অর্থেই যকের ধনের হদিশ মিলল (Howrah Businessman)। টাকার অঙ্ক ১০০ কোটি পার করে গেল (Howrah Money Trail)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক অ্যাকাউন্টে কয়েক মাসের মধ্যেই ১৩৪ কোটির লেনদেন হয়। যত সময় যাচ্ছে, টাকার অঙ্ক বেড়েই চলেছে। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে (Kolkata Police), হাওড়ায় ব্যবসায়ীর ১৭টি অ্যাকাউন্ট থেকে ৫৭ কোটির লেনদেন হয়েছে। আরও অজস্র অ্যাকাউন্ট থেকে ৭৭ কোটির লেনদেনের হদিশ মিলেছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই ৭৭ কোটির লেনদেন হয়েছে। তার আগে ৫৭ কোটির লেনদেন হয়। ওই অ্য়াকাউন্টগুলির লেনদেনের উপর নজরদারি চালিয়ে জানতে পেরেছেন তদন্তকারীরা।