হিন্দোল দে, সঞ্চয়ন মিত্র, কলকাতা: উল্টোডাঙা উড়ালপুলের (Ultodanga Flyover) একাধিক জায়গায় ফাটল। তাকে ঘিরে ফের আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে। উড়ালপুলের (Crack in Ultodanga Flyover) দুই দিকের লেনে একাধিক স্তম্ভে ফাটল দেখা গিয়েছে। বিষয়টি জানতে পেরে বুধবার সকালে ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। গত বছর নভেম্বরেই উল্টোডাঙা উড়ালপুলের ভারবহন ক্ষমতা এবং স্বাস্থ্য পরীক্ষা করেছিল কলকাতা পুরসভা (KMDA)। তার জন্য় বন্ধ রাখা হয়েছিল যান চলাচলও। তার পরেও কী ভাবে ফাটল ধরল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
উল্টোডাঙা উড়ালপুলের স্বাস্থ্য নিয়ে ফের আতঙ্ক
ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, উড়ালপুলের দু’টি অংশের মধ্যে অনেকটাই ফাটল ধরেছে। এমনকি একটি অংশ সামান্য হেলেও রয়েছে বলে
ঠাহর হয়। ইএম বাইপাস থেকে লেকটাউনগামী ফ্ল্যাঙ্কে এই ফাটল চোখে পড়ার পরই চাঞ্চল্য দেখা দেয়। উড়ালপুলে ওঠার কাছে হাডকোর মুখেও রয়েছে ফাটল। এছাড়াও, লেকটাউন থেকে ইএম বাইপাসগামী ফ্ল্যাঙ্কেও ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে উড়ালপুলের কিছু অংশে লোহার পাতও বসানো হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee Cabinet : মমতার মন্ত্রিসভায় আসতে পারেন ৭ নতুন মুখ, বাদ পড়তে পারেন ৪ জন
কলকাতা পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার রাতে উড়ালপুলের ফাটলের ছবি তোলা হয়। গত পাঁচ-ছ’দিন ধরে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। এ নিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘খলিলকে রিপোর্ট দিতে বলেছি, রিপোর্ট এলে দেখা যাবে। অনেকসময় এক্সপ্যানশনের জন্য ছাড়া জায়গাকে ফাটল বলে ভুল করেন অনেকে। সেটা দেখা নিতে হবে।’’
আজ থেকে, প্রায় ১২ বছর আগে, ২০১০ সালে ম্যাকিনটস বার্ন সংস্থা এই উড়াল পুলটি তৈরি করেছিল। তার এক বছরের মধ্যে, ২০১১ সালের মার্চ মাসে, ইএম বাইপাসমুখী উল্টোডাঙা উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে। যার জেরে দীর্ঘদিন যানচলাচল বন্ধ ছিল। ২০১৯ সালের ৯ জুলাই ফের উড়ালপুলের পিআর ক্যাপে বড়সড় ফাটল ধরা পড়ে।
একাধিক জায়গায় ফাটল চোখে পড়েছে
স্বাস্থ্যপরীক্ষা এবং ভারবহন ক্ষমতার পরীক্ষার জন্য ২০২১ সালে ১৮ই নভেম্বর থেকে ২২ শে নভেম্বর পর্যন্ত বন্ধ ছিল উড়ালপুলটি। কিছু অংশ দুর্বল হয়ে পড়ায় নীচের দিকে চারটি অস্থায়ী লোহার পিলার বসানো হয়। তার পরেও ফের ফাটল দেখা গেল উল্টোডাঙা উড়ালপুলে।