কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা  : মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) ঘোষণা অনুসারে, আজ মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। মুখ্যমন্ত্রীর ইঙ্গিত অনুসারে মন্ত্রিত্ব পেতে পারেন নতুন মুখেরা। আবার কোনও কোনও পুরনো সৈনিকের উপরও দায়িত্ব দেবেন তিনি। কারা তাঁরা? ক্রমেই বাড়ছে জল্পনা। এই মুহূর্তে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গিয়েছে - 



  • রাজ্য মন্ত্রিসভার রদবদলে সম্ভাব্য শিক্ষা প্রতিমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ( Snehasish Chakraborty ) 

  • পরেশ অধিকারীর ( Paresh Adhikari )  স্থলাভিষিক্ত হতে পারেন জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক

  • সম্ভাব্য পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার ( Pradip Adhikari )। প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মারা গিয়েছেন।

  • সম্ভাব্য তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী হতে পারেন পার্থ ভৌমিক ( Partha Bhowmik ) । অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যুব তৃণমূলের রাজ্য সভাপতি ছিলেন, তখন উত্তর ২৪ পরগনার যুব তৃণমূলের সভাপতি ছিলেন পার্থ ভৌমিক।

  • মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বাবুল সুপ্রিয় ( Babul Supriyo ) , উদয়ন গুহরা ( Udayan Guha )  । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়ও এবার মন্ত্রিসভায় আসতে পারেন বলে জল্পনা চলছে।

  • সম্ভাব্য মন্ত্রী সত্যজিত্‍ বর্মন, তাজমুল হোসেন, বিপ্লব রায়চৌধুরী

  • পূর্ণমন্ত্রী হতে পারেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।

  • বাদ পড়তে পারেন রত্না দে নাগ। 
    এছাড়া শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতর তালিকাও বেশ বড়। সূত্রের খবর, আমন্ত্রণ জানানো হয়েছে বিরোঝী দলনেতা  শুভেন্দু অধিকারীকে। আমন্ত্রিত নাকি প্রবীণ বাম নেতা বিমান বসুও । শোনা যাচ্ছে, আমন্ত্রিত হলেও সম্ভবত যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জানান, ' রদবদল করতে হবে, সুব্রতদা মারা গেছেন, সাধন পাণ্ডে মারা গেছেন, পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন, এদের কাজ কে করবেন? ... ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে দলের কাজে লাগানো হবে। ৫-৬ জনকে নতুন নিয়ে আসা হবে।


    পার্থ চট্টোপাধ্যায়ের ৪টি দফতর মিলিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে ১১টি দফতর।