কলকাতা : ঘুমের ওষুধ খেয়ে এক কিশোরীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে আজই। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হরিদেবপুরে আরও একটি মর্মান্তিক ঘটনা। হরিদেবপুরের (Haridebpur) কল্যাণ নগরে এক কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) ঘটনা ঘটেছে। বাড়ি থেকেই উদ্ধার হয়েছে তার নিথর দেহ। গত শুক্রবারের ঘটনা। মৃতের নাম পূজা কুণ্ডু। সরশুনা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল সে। 


পরিবার সূত্রে খবর, শুক্রবার ঘরের দরজা ভেঙে ২০ বছরের ওই তরুণীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । যদিও কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ।


আরও পড়ুন ; বিমান সেবিকা না হতে পেরে অবসাদ, হরিদেবপুরে ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী ১৭-র কিশোরী


এদিকে অর্থের অভাবে বিমান সেবিকা হতে না পারার দুঃখ-অবসাদে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে হরিদেবপুরের এক কিশোরী। ১৭ বছরের ওই কিশোরীর মৃত্যুতে এমনই দাবি করেছে পরিবার। আজ এই ঘটনা সমনে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। সপ্তাহ খানেক আগেই মাকে ভিডিও কল করে ওই কিশোরী আত্মঘাতী (Suicide) হতে যান বলে জানা গিয়েছে। শুক্রবার ফের ঘুমের ওষুধ খান বলে দাবি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। 


হরিদেবপুরের কল্যাণনগরের ঘটনা (Kolkata News)। বাড়িতেই তরুণী আত্মঘাতী হন। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে হরিদেবপুর থানার পুলিশ। মেয়েটির নাম মামন দাস। ঘরের মধ্য়ে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন বলে জানা গিয়েছে। দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।


মেয়েটির মা জানিয়েছেন, গত রবিবার তাঁকে ভিডিও কল করে প্রথমে ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল মামন। সেই যাত্রায় কোনও ভাবে বাঁচানো যায় তাকে। কিন্তু হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পর শুক্রবার ফের ঘুমের ওষুধ খায় সে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।