কলকাতা:  আজও ফিরল না ঠাণ্ডা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা (Temperature) ঘোরাফেরা করবে ১৭ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। পূর্বাভাস বলছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৭ ডিগ্রির আশেপাশে। আর তাপমাত্রা বেড়ে যেতে পারে ২৬ ডিগ্রি পর্যন্ত। ডিসেম্বরের শেষ লপ্তে যা নিঃসন্দেহে মন খারাপের। ঠাণ্ডার আমেজ গায়ে মেখে পিকনিকের আনন্দ থেকেই বঞ্চিতই থাকতে হবে মনে হয়। সেই সঙ্গে আছে বৃষ্টির পূর্বাভাস। আকাশের মুখ সারাদিন ভারই থাকবে।  এরই মধ্যে বৃষ্টির ভ্রুকুটি। আজ কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেড়েছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝা কাটলে নতুন বছরের শুরু থেকে ফের নামবে পারদ।



দিন সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা    আকাশ কী বলছে 
৩০-Dec ১৭.0 ২৬.0   আংশিক মেঘলা আকাশ
৩১-Dec ১৫.0 ২৬.0   মূলত পরিষ্কার আকাশ
০১-Jan ১৫.0 ২৪.0   মূলত পরিষ্কার আকাশ
০২-Jan ১৫.0 ২৫.0   মূলত পরিষ্কার আকাশ

 

 বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে ঢুকে পড়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ঊর্ধ্বমুখী পারদ।  বছর শেষের আগে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বিশেষ নেই।  তবে উত্তরভারতে ছবিটা আলাদা।  সেখানে শৈত্যপ্রবাহ অব্যাহত। শীতের মাঝেই ভিজছে রাজধানী।