সঞ্চয়ন মিত্র, কলকাতা: তুষারপাত হয়েছে সিকিম ও দার্জিলিঙের সান্দাকফু-তেও।
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা |
আকাশ কেমন থাকবে | |
---|---|---|---|---|
২৭-Dec | ১৭.0 | ২৬.0 | আংশিক মেঘলা আকাশ | |
২৮-Dec | ১৭.0 | ২৭.0 | আংশিক মেঘলা আকাশ | |
২৯-Dec | ১৬.0 | ২৬.0 | আংশিক মেঘলা আকাশ | |
৩০-Dec | ১৭.0 | ২৬.0 | আংশিক মেঘলা আকাশ | |
৩১-Dec | ১৫.0 | ২৬.0 | ঝকঝকে আকাশ | |
০১-Jan | ১৫.0 | ২৪.0 | ঝকঝকে আকাশ | |
০২-Jan | ১৫.0 | ২৫.0 | ঝকঝকে আকাশ |
আরও পড়ুন :
শীতের রোম্যান্টিক আবহাওয়া কিন্তু বৃষ্টি সঙ্গী দিনভর, জানুন কেমন কাটবে শৈলশহরের দিন
মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে ঢুকে পড়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ঊর্ধ্বমুখী পারদ। বছর শেষের আগে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বিশেষ নেই। তবে উত্তরভারতে ছবিটা আলাদা। জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ডের চামোলি, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত হয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, হিমাচলপ্রদেশের মান্ডিতে তুষারপাতের কারণে আটকে পড়া প্রায় দেড়শো জনকে উদ্ধার করা হয়েছে।
প্রবল তুষারপাত হয়েছে সিকিম ও দার্জিলিঙের সান্দাকফু-তেও। বেশ কিছু এলাকায় যখন শীতের দাপুটে ব্যটিং, তখন ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে।