হিন্দোল দে, কলকাতা: নিউ গড়িয়া আবাসনে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বিজ্ঞানীর (Scientist Death)। অভিযোগ, আজ সকালে আবাসনের ভিতরে গাড়ি চালানো শিখতে গিয়ে তাঁকে ধাক্কা মারেন অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মী।  হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় বিজ্ঞানীকে।  গাড়ির চালককে গ্রেফতার করেছে পঞ্চসায়র থানার পুলিশ। 


সাতসকালে নিউ গড়িয়া আবাসনে মর্মান্তিক ঘটনা। আবাসনের ভিতরে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বিজ্ঞানীর। গাড়ি চালানো শিখতে গিয়ে বিজ্ঞানীকে পিষে দেওয়ার অভিযোগ উঠল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে।


পুলিশ সূত্রে খবর,  আবাসনের ভিতরেই গাড়ি চালানো শিখছিলেন অবসরপ্রাপ্ত ASI মোহনলাল ঘোষ। সেই সময় বাইকে করে ফিরছিলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় বিজ্ঞানী সুনীল গড়াই। আবাসন চত্বরে তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে বিজ্ঞানীকে মৃত ঘোষণা করা হয়। 


আবাসিক কমিটির সম্পাদক অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আবাসনের মধ্যে কেন গাড়ি চালানো শিখবে? এই কারণে এই ঘটনা ঘটল। পুলিশের আরও বেশি তত্‍পর হওয়া উচিত। আবাসনে অনেক বৃদ্ধ বৃদ্ধা থাকেন। বাচ্চারা রয়েছে। আমরা আতঙ্কে রয়েছি। 


স্থানীয় সূত্রে দাবি, বিজ্ঞানী সুনীল গড়াইয়ের পোস্টিং ছিল বিশাখাপত্তনমে। শনিবারই তিনি বাড়ি ফিরেছিলেন। সোমবার আবাসনের ভিতরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল তাঁর। এই ঘটনায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী মোহনলাল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। 


সম্প্রতি রক্ত নিয়েই হাসপাতালে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় ব্লাড ব্যাঙ্কের (Blood Bank Employee) এক কর্মীর। গুরুতর আহত হন আরও ২ জন। আজ বিকেলে হুগলির (Hoogly) পোলবার অশ্বথ্বতলায় ব্লাড ব্যাঙ্কের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় একটি লরির। গাড়ি কেটে উদ্ধার করা হয় ব্লাড ব্যাঙ্কের ৩ কর্মীকে। হাসপাতালে নিয়ে গেলে অশোক ঘোষালকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় সিসিইউতে (CCU) চিকিৎসাধীন রয়েছেন গাড়ির চালক। জানিয়েছেন, স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী (Ajay Chakraborty)।


সম্প্রতি মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে (Flyover Accident) মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বজবজে বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় হল তিন জনের। জানা গিয়েছে এদিন বাসের ধাক্কায় ৩ বাইক আরোহীরই মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১ জন। দুর্ঘটনায় মৃত তিনজন একই পরিবারের বলে সূত্রের খবর। বাবা-মা ও ছোট ছেলের মৃত্যু। পুলিশ সূত্রে খবর, মৃতরা সবাই একবালপুরের বাসিন্দা।