কলকাতা : শহর ও শহরতলির রাস্তাঘাট থেকে পুরোপুরি জল নামার আগেই আবার নিম্নচাপের চোখরাঙানি (Depression)। এই উইকএন্ডও পণ্ড করতে পারে মুষলধারায় বৃষ্টি (Rain Update)। পুজোর বাকি আর মাত্র কটা দিন। তার আগে আবারও বৃষ্টির ভ্রুকুটি।
শুক্রবার থেকে টানা বৃষ্টিতে কিছুটা হলেও বিরতি আসতে পারে। হাওয়া বদলের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার, কমবে বৃষ্টির পরিমাণ। তবে দুর্যোগ কাটতে না কাটতেই ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। শুক্রবার থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
আরও পড়ুন : ৩০ সেপ্টেম্বর ছিল অনুষ্কার জন্মদিন, অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার
রবি ও সোমবার উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি থাকবে হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন :
আগরপাড়ায় বাড়ির দরজায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ়ের
এদিকে, দুর্যোগ পরিস্থিতি নিয়ে, বুধবার একাধিক জেলার ডিএম-এর সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। আগামী সপ্তাহে কলকাতা ও মুর্শিদাবাদে ভোট। প্রাকৃতিক দুর্যোগের জেরে নির্বাচন প্রক্রিয়ায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও দুর্যোগ কবলিত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তৈরি থাকতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত, ত্রাণশিবির প্রস্তুত রাখতে বলা হয়েছে। যেসব জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত, সেখানে দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে তৈরি থাকতে বলা হয়েছে NDRF-কে।
অন্যদিকে, এই দুর্যোগের আবহে ২ দিনে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হল। উত্তর ২৪ পরগনায় একই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তিনজনের। দমদম মতিঝিলে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু। টিউশনে যাওয়ার সময় দুর্ঘটনা। সোদপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের।