সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: রায়গঞ্জের রূপাহারে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৬ পরিযায়ী শ্রমিকের। আহত আরও কয়েকজন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে। 


পুলিশ সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকদের নিয়ে ঝাড়খণ্ডের পাকুড় থেকে উত্তরপ্রদেশের লখনউয়ে যাচ্ছিল বাসটি। রাত সাড়ে ১০টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাস। 


ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ও রায়গঞ্জের দমকল বাহিনী। নয়নজুলিতে পড়ে থাকা বাসে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং দমকল বাহিনীর কর্মীরা। 


ঘটনাস্থলে পৌঁছেয় জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। পৌঁছন জেলা পুলিশ প্রশাসনের কর্তারাও। বাস থেকে পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।


বাসে থাকা এক পরিযায়ী শ্রমিক জানিয়েছেন, পুরো বাস ভর্তি ছিল। ১২ থেকে ১৩ জন শিশুও ছিল ওই বাসে। বাসচালক মত্ত অবস্থায় ছিলেন বলেও বাসযাত্রীদের একাংশের অভিযোগ। 


উদ্ধার হওয়া এক যাত্রী জানান, দুর্ঘটনা ঘটার একটু আগেই জাতীয় সড়কের উপর অন্য একটি গাড়ির সাথে ধাক্কা মেরে নয়নজুলিতে উল্টে যায়। বাসচালকের সন্ধান চালাচ্ছে পুলিশ।  


এর আগে, গতমাসে হাওড়ার জগৎবল্লভপুরে  বাস দুর্ঘটনায় মৃত্যু হয় এক যাত্রীর। বাসটি পুরাশ থেকে হাওড়ার দিকে আসছিল। জগত্‍বল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। 


গত জুলাই মাসে, জলপাইগুড়ির হলদিবাড়ির রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস পড়ে যায় নয়ানজুলিতে। দুর্ঘটনায় আহত হন অন্তত ১৫ জন যাত্রী।


মে মাসে দিঘা থেকে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ফেরার সময় দুর্ঘটনায় পড়ে বাস। হাওড়ার উলুবেড়িয়ায় খলিসানিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬ নম্বর জাতীয় সড়কের  ধারে নয়ানজুলিতে পড়ে যায়। বাসটিতে ৭৫ জন যাত্রী ছিলেন।  দুর্ঘটনায় আহত হন ৪০ জন বাসযাত্রী।


আরও পড়ুন:নর্দমায় উপচে আবর্জনা, খানাখন্দে ভরা চত্বর; ভয়াবহ ছবি রায়গঞ্জ পুর বাস স্ট্যান্ডের


আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল সরকারি বাস, আহত বহু যাত্রী