অরিত্রিক ভট্টাচার্য, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : আরও নামল পারদ। এই মরসুমের শীতলতম দিন মঙ্গলবার। ১৮ র ঘর থেকে কলকাতার তাপমাত্রা নেমে হল ১৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলোতে শীতের কামড় হল আরও তীব্র। পুরুলিয়ায় মঙ্গলবার তাপমাত্রা নামল ১১-র ঘরে ।
ডিসেম্বর শুরুর আগেই রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ। আর এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে। অন্যদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হবে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে এর কতটা প্রভাব বঙ্গে পড়বে , তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। তবে ঝড় তৈরি হলে এর অভিমুখ বঙ্গের দিকে হবে না বলেই মনে করছেন আবহবিদরা।
আবহাওয়া দফতরের ধারণা, ঘূর্ণিঝড় তৈরি হলে , তার পরোক্ষভাবে পড়বে বাংলায়। তাপমাত্রা আর নামবে না এখনই। সপ্তাহান্তে উপকূলের দুই জেলা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই কুয়াশার সতর্কতা রয়েছে।
বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পুদুচেরি থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী ১২ ঘন্টায়। ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দফতর। তবে এর অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিক। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। বরং এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পুদুচেরি ও করাইকাল এলাকায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই রাজ্যগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি অন্ধপ্রদেশ ইয়ানাম রায়লসীমাতে।
আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে, তার একটা আন্দাজ দিচ্ছে আইএমডির পূর্বাভাস। দেখে নিন আইএমডি-র ওয়েবসাইট থেকে সরাসরি ।
7 Day's Forecast/Warnings | ||||||||
Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | RH 0830 | RH 1730 | ||
26-Nov | 16.0 | 27.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
27-Nov | 17.0 | 27.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
28-Nov | 17.0 | 27.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
29-Nov | 18.0 | 27.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
30-Nov | 19.0 | 27.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
01-Dec | 19.0 | 28.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
02-Dec | 19.0 | 28.0 | Partly cloudy sky | No warning | 0 |
0 |
source - https://city.imd.gov.in/