বেঙ্গালুরু: আইপিএলে (IPL Auction) প্রত্যেকবার তারকাখচিত দল গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। তাও ট্রফির দেখা নেই। এখনও পর্যন্ত টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স বলতে, ফাইনালে ওঠা। যেবার ফাইনালে উঠেও হার মানতে হয়েছিল আরসিবি।
তারপর থেকে দলের খোলনলচে বদলেছে। অধিনায়কের নাম পাল্টেছে। বদলে গিয়েছে জার্সি, সাপোর্ট স্টাফ। তবু ট্রফি ভাগ্য ফেরেনি আরসিবির।
এবার তাই নিলাম থেকে ১৯ জন ক্রিকেটার নিয়ে দলের খোলই পাল্টে ফেলল আরসিবি। রিটেন করা হয়েছে শুধু তিন ক্রিকেটারকে। যাঁদের মধ্যে অন্যতম - বিরাট কোহলি। তাঁকে ২১ কোটি টাকা দেবে আরসিবি। তিনিই এবারের নিলামে আরসিবির সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার।
আরও পড়ুন: ক্যাপ্টেন করতে চেয়ে ফোন, ধরেননি শ্রেয়স? নিলামের দিনই বিতর্কে গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পুরো দল (দাম অনুযায়ী সাজানো হল)
- জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া, ১২ কোটি ৫০ লক্ষ টাকা)
- ফিল সল্ট (ইংল্যান্ড, ১১ কোটি ৫০ লক্ষ টাকা)
- জিতেশ শর্মা (ভারত, ১১ কোটি টাকা)
- ভুবনেশ্বর কুমার (ভারত, ১০ কোটি ৭৫ লক্ষ টাকা)
- লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড, ৮ কোটি ৭৫ লক্ষ টাকা)
- রাশিক দার (ভারত, ৬ কোটি টাকা)
- ক্রুণাল পাণ্ড্য (ভারত, ৫ কোটি ৭৫ লক্ষ টাকা)
- সূয়স শর্মা (ভারত, ২ কোটি ৬০ লক্ষ টাকা)
- জেকব বেথেল (ইংল্যান্ড, ২ কোটি ৬০ লক্ষ টাকা)
- টিম ডেভিড (অস্ট্রেলিা, ৩ কোটি টাকা)
- দেবদত্ত পাড়িক্কল (ভারত, ২ কোটি টাকা)
- রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ, ১ কোটি ৫০ লক্ষ টাকা)
- নুয়ান থুসারা (শ্রীলঙ্কা, ১ কোটি ৬০ লক্ষ টাকা)
- লুনগি এনগিডি (দক্ষিণ আফ্রিকা, ১ কোটি টাকা)
- স্বপ্নিল সিংহ (ভারত, ৫০ লক্ষ টাকা)
- মনোজ ভাণ্ডাগে (ভারত, ৩০ লক্ষ টাকা)
- স্বস্তিক চিকারা (ভারত, ৩০ লক্ষ টাকা)
- অভিনন্দন সিংহ (ভারত, ৩০ লক্ষ টাকা)
- মোহিত রাঠি (ভারত, ৩০ লক্ষ টাকা)
রিটেন করা হয়েছে
- বিরাট কোহলি (ভারত, ২১ কোটি টাকা)
- রজত পাতিদার (ভারত, ১১ কোটি টাকা)
- যশ দয়াল (ভারত, ৫ কোটি টাকা)
আরও পড়ুন: ১৩ বছর বয়সে কোটিপতি! আইপিএলে সবই সম্ভব, বিস্ময় ক্রিকেটারকে নিল কোন দল?