অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কারও ফোঁটা প্রতিপদে, কারও দ্বিতীয়ায়। ভাইফোঁটা মানে মঙ্গল কামনা। ভাইফোঁটা মানে আনন্দ -জমায়েত। তাই এই দিনটায় আকাশ পরিষ্কার থাকবে কি না তা নিয়ে একটা চিন্তা থাকেই। মোটামুটি মেঘমুক্ত পরিষ্কার আকাশেরই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে একেবারে বৃষ্টিহীন যাবে না ভ্রাতৃদ্বতীয়া।
আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পারদ। বাতাসে জলীয় বাষ্প কম থাকায়, কমবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও। কাল থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে।
ভিজবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুর।
নভেম্বর শুরুতেই শীত ?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এবার উত্তর-পশ্চিম ও পশ্চিমী হাওয়ার প্রভাব বাড়বে। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া বইবে। পার্বত্য কয়েকটি জেলায় বৃষ্টি হবে। পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। ক্যালেন্ডারে নভেম্বর পড়লেই শীত নিয়ে খোঁজখবর শুরু করে দেন বেশিরভাগই। তবে নভেম্বরকে শীতের আওতায় ফেলছে না মৌসম ভবন। মৌসম ভবন মনে করছে, নভেম্বরে উত্তর-পশ্চিমের রাজ্যগুলির কয়েকটি অঞ্চল ব্যতীত ভারতে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের ওপরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী তিন চার দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। তাপমাত্রার তারতম্যে এবং বাতাসে কিছু জলীয় বাষ্প থাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশার দেখা যেতে পারে।
কোথায় কোথায় বৃষ্টি?
রবিবার অনেকেই ভ্রাতৃদ্বিতীয়া পালন করছেন। তবে এবার ভাই ফোঁটায় বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়াই থাকবে মূলত। এবার বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। জেলায় জেলায় রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ।
অন্যদিকে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে । দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের, জলপাইগুড়ি তো বটেই মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা বৃষ্টি হতে পারে।
আরও খবর :
শীতের দিশা নেই, নভেম্বর নিয়ে বড় আশঙ্কার কথা শোনাল IMD, বৃষ্টি নিয়েও বিশেষ বার্তা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে