সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে ( South Bengal ) বাড়ছে দিনের তাপমাত্রা। কলকাতা ৩৫ ডিগ্রি ছুঁইছুঁই। এবার দোল বা হোলিতেও ( Holi 2023 ) বেশ উষ্ণ থাকবে আবহাওয়া ( West Bengal Weather ) । মার্চের গোড়াতেই চড় চড় করে চড়বে পারদ। প্রথম সপ্তাহেই পারদ ৩৫ ডিগ্রি ছাড়াতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। শনিবার বিধান নগরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়েছে।
- কলকাতায় ( Kolkata Weather ) মূলত পরিষ্কার আকাশ। সকালের সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
- জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে।
- দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে।
- শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি তাপমাত্রা।
- শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা ।
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে । দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী পাঁচ দিনও এমনই থাকবে আবহাওয়া। দখিনা বাতাসে জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলাতে সকালের দিকে কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশই হবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম ক্রমশ বাড়বে।
উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংএ। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভবনা নেই। দিনের তাপমাত্রা আগামী কয়েক দিনে সামান্য বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়া
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
04-Mar | 22.0 | 34.0 | Mainly Clear sky | |
05-Mar | 22.0 | 34.0 | Mainly Clear sky | |
06-Mar | 23.0 | 34.0 | Mainly Clear sky | |
07-Mar | 23.0 | 35.0 | Mainly Clear sky | |
08-Mar | 24.0 | 35.0 | Mainly Clear sky | |
09-Mar | 24.0 | 35.0 | Mainly Clear sky | |
10-Mar | 24.0 | 36.0 | Partly cloudy sky |
সূত্র : https://city.imd.gov.in/
তাপমাত্রার হেরফেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।