বেঙ্গালুরু: আইএসএলের প্রথম নক আউট (ISL Knockouts) ম্যাচে তুলকালাম। বেঙ্গালুরু এফসি ও কেরল ব্লাস্টার্সের (Bengaluru FC vs Kerala Blasters) মধ্যেকার নক আউট ম্যাচে সুনীল ছেত্রীর এক গোল নিয়ে যত কাণ্ড। ঝামেলার ঝাঁঝ এতটাই তীব্র ছিল যে ম্যাচের পর্যন্ত শেষ করা সম্ভব হয়নি। তার আগেই ক্ষুব্ধ কেরল ব্লাস্টার্স মাঠ ত্যাগ করে। 


বিতর্কিত গোল


গোলশূন্য ৯০ মিনিটের পর আইএসএলের প্রথম নক আউট ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই ম্যাচের ৯৬ মিনিটে সুনীল ছেত্রী (Sunil Chhetri) কেরল ব্লাস্টার্সের বক্সের বাইরে এক ফ্রি-কিক সরাসরি জালে জড়িয়ে দেন। সুনীলের ফ্রি-কিকের সময় কেরলের খেলোয়াড়রা স্পষ্টতই প্রস্তুত ছিলেন না। অভিযোগ রেফারি বাঁশি বাজানোর আগেই সুনীল ফ্রি-কিক নেন। ক্ষোভে ফেটে পড়েন কেরল ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচ। তিনি দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। মাঠ ছাড়ার আগে রেফারির সঙ্গে তুমুল তর্কাতর্কি করতে দেখা যায় কেরল ব্লাস্টার্সের ফুটবলারদের। সব মিলিয়ে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেনজির ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ফুটবল।


 






শেষমেশ কেরল আর মাঠে না নামার সিদ্ধান্ত নেওয়ায় ১-০ গোলেই জয়ী হয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলে বেঙ্গালুরু। ফাইনালে পৌঁছনোর লক্ষ্য়ে লিগ শিল্ডজয়ী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দুই লেগের ম্যাচে ৭ ও ১২ মার্চ মাঠে নামবে বেঙ্গালুরু। ম্যাচের পর বিতর্কিত এই গোল এবং কেরল ব্লাস্টার্সের দল তুলে নেওয়ার ঘটনা প্রসঙ্গে নিজেদের মতামত ব্যক্ত করেন সুনীল ছেত্রী। তাঁর দাবি তিনি নিজের কেরিয়ারে এর আগে কখনও এমন ঘটনার সাক্ষী থাকেননি।


জীবনে প্রথম


তারকা ফুটবলার বলেন, 'আমার ২২ বছরের কেরিয়ারে এমন ঘটনা আমি কখনও দেখিনি। এটা (কেরলের মাঠ ছাড়া) সঠিক পথ নয়। আমি তো সবসময় রেফারিকে জিজ্ঞেস করেই ফ্রি-কিক নিই। কারণ ওঁ অনুমতি না দিলে গোটা বিষয়টার মানেই থাকে না। ম্যাচ আদৌ আর খেলা হবে কি না, সেই নিয়ে প্রথমে আমরা সন্দিহানই ছিলাম। তবে দল সেমিফাইনালে পৌঁছতে পারায় আমি খুশি। মুম্বইয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।' ছেত্রীর আরও দাবি যে একবার খেলোয়াড় তাঁর কাছ থেকে অনুমতি নেওয়ার পর, রেফারির আবারও ফ্রি-কিকের বাঁশি বাজানোটা জরুরি নয়। 'রেফারি আমায় জিজ্ঞেস করেছিলেন ওয়ালটা পিছনে সারানোর জন্য তিনি বলবেন, না ফ্রি-কিকের বাঁশি বাজাবেন। ওঁরা এটা করেই থাকেন।' বলেন ছেত্রী।


আরও পড়ুন: ৯০ মিনিটের মধ্যে ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার শপথ এটিকে মোহনবাগানের কোচের