সঞ্চয়ন মিত্র, কলকাতা : রাজ্যে একের পর এক ডেঙ্গি ( Dengue )  আক্রান্তর মৃত্যু হচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা ১০০ ছুঁইছুঁই। রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা প্রায় ৫৮ হাজার। এই পরিস্থিতিতে একটাই আশা, শীত ( Winter ) পড়লে ডেঙ্গি সংক্রমণ নিয়ন্ত্রেে আসতে পারে। কবে মিলবে ডেঙ্গি থেকে মুক্তি? শীত কবে আসবে বঙ্গে? সকলেই তাকিয়ে আছেন আবহাওয়া দফতরের ( Alipore Met Office ) আপডেটের দিকে। 


কলকাতা সহ দক্ষিণবঙ্গে ( South Bengal Winter ) শীতের আমেজ এসে গিয়েছে। তবে তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বেড়ে হয়েছে ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ডেঙ্গি সংক্রমণ কমার ক্ষেত্রে তা নিশ্চয়ই আশার আলো। তাপমাত্রার এই স্থিতাবস্থা বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহের শেষের দিকে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তাই উইকএন্ডটা জমিয়ে আনন্দ করার অপেক্ষায় শহরবাসী।


 


আরও পড়ুন: বাড়ছে শীতের কামড়, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?






আক্রান্ত ও মৃতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল! রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সেঞ্চুরির পথে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ' পুজোর পর ডেঙ্গি বেড়েছে। শীতে আর থাকবে না, এখন কম আছে। ২১ তারিখ একটা বৈঠক করব, ডেঙ্গি নিয়ে আলোচনা হবে '। মাঝ নভেম্বরে ধীরে ধীরে নামছে পারদ। এর মধ্যে বৃষ্টিও হয়নি। তাই জমা জল শুকিয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হচ্ছে ধীরে ধীরে। তবে কি কমবে ডেঙ্গি? এই নিয়ে আশায় বুক বাঁধছে রাজ্যবাসী।