কলকাতা: ডিসেম্বর প্রায় শেষের পথে, কিন্তু দেখা নেই জাঁকিয়ে শীতের (West Bengal Weather) । কলকাতায় শীতের আমেজ অনেকটাই উধাও । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস । কলকাতার (Kolkata Winter) সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি ।
আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশেই থাকবে । পশ্চিমী ঝঞ্ঝার জেরেই শীতের আমেজ কমছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।
ডিসেম্বরের ২০ তারিখ পড়ে গেল । আর মাত্র চারদিন পরেই বড়দিন । উৎসবের জন্য সেজে উঠছে কলকাতা ও শহরতলি । তার ওপর শনি ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে ছুটি থাকায় চিড়িয়াখানা থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, সায়েন্স সিটি - সর্বত্র ভিড় । কচিকাঁচাদের নিয়ে শহর ভ্রমণে বেড়িয়ে পড়েছেন অনেকেই । কিন্তু সেরকম ঠান্ডার কামড় নেই । দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা অধরাই ।
শীতের আমেজ অবশ্য রয়েছে । সকালের দিকে কুয়াশার দাপটও থাকছে কলকাতা সহ বেশির ভাগ জেলায় । শনিবারও সকাল থেকে কলকাতায় কুয়াশা । দৃশ্যমানতা কম । ঠান্ডা হাওয়াও দিচ্ছে । তবে বেলা বাড়লে আর তেমন গরম পোশাক পরার প্রয়োজন হচ্ছে না । বরং বাড়ছে তাপমাত্রা । কলকাতা-সহ অনেক জেলাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না ।
শীতের কামড় কি টের পাওয়া যাবে না? আবহবিদদের পূর্বাভাস, পরের সপ্তাহ থেকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে । কমবে দিন ও রাতের তাপমাত্রা । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিন পাঁচেক পরে ২ ডিগ্রি কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ।