জয়ন্ত পাল, কলকাতা: নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল গোটা রাজ্য। তাবড় নেতা-মন্ত্রীকে ঢোকানো হয়েছে জেলে। সেই আবহে এ বার খাস কলকাতায় তো বটেই, একেবারে বিকাশ ভবনে (Bikash Bhavan) চাকরির করে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ সামনে এল। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি টাকাও আদায় করেন বলে অভিযোগ (North 24 parganas News)। 


মধ্যমগ্রামের বাসিন্দা, শ্রেয়া বিশ্বাস নামের এক তরুণী অভিযোগ জানান থানায়


গত ২৯ মার্চ বিধাননগর উত্তর থানায় অভিযোগটি জমা পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের বাসিন্দা, শ্রেয়া বিশ্বাস নামের এক তরুণী অভিযোগ জানান থানায়। তিনি জানিয়েছেন, অনলাইন মাধ্যমে বিকাশ ভবনে চাকরির ফর্ম ফিলআপ করতে গিয়েছিলেন তিনি। সেখানে নাসিরুল হক নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয়। চাকরি নিয়ে কথাবার্তা হয় দু'জনের মধ্যে। 


ওই তরুণীর অভিযোগ, এর পরই তাঁকে চাকরি করে দেবেন বলে কথা দেন নাসিরুল। বিকাশ ভবনের অর্থনীতি বিভাগে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি পাইয়ে দেবেন বলে জানান। তার বিনিময়ে কয়েক লক্ষ টাকা দাবি করেন নাসিরুল। অভিযুক্তের কথায় বিশ্বাস করে তাঁকে ৩ লক্ষ ১২ হাজার টাকা দিয়েও দেন বলে জানিয়েছেন শ্রেয়া।


আরও পড়ুন: Ram Navami Violence: কেন্দ্রীয় বাহিনী চাওয়ার নির্দেশ হাইকোর্টের, ‘বাংলাকে ধ্বংস করতে চায় তৃণমূল বিজেপি’, প্রতিক্রিয়া বাম-কংগ্রেসের


শ্রেয়ার দাবি, টাকা নেওয়ার পর বিকাশ ভবনের অর্থনীতি বিভাগের একটি ঘরে ইন্টারভিউও হয় তাঁর। হাতে ধরানো হয় নিয়োগপত্র। বেঁধে দেওয়া হয় নির্দিষ্ট দিন। ওই দিন এসে চাকরিতে যোগ দিতে বলা হয়। সেই মতো নির্ধারিত দিনে চাকরিতে যোগ দিতে বিকাশ ভবনে পৌঁছন শ্রেয়া। কিন্তু অর্থনীতি বিভাগে নিয়োগপত্র দেখালে জানতে পারেন, সেটি জাল। 


প্রতারণা, সরকারি নথি জাল করা-সহ একাধিক ধারায় মামলা


এর পর আপ অপেক্ষা করেননি শ্রেয়া। ২৯ মার্চ সটান বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে নাসিরুলকে কেশপুর থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, সরকারি নথি জাল করা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিধাননগর আদালেত ধৃত পেশ করে হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হবে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, নাসিরুলকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই প্রতারণাচক্রে আর কে কে জড়িত, তা নিয়ে জানতে চায় পুলিশ।