Continues below advertisement

সুদীপ্ত আচার্য্য, কলকাতা :  আবার সেই নভেম্বর। আবার সেই কসবা। চলল গুলি। ঝরল রক্ত। রাত বিরেতে রক্তাক্ত অবস্থায় যুবককে ভর্তি করা হল হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, কসবা বোসপুকুর প্রান্তিক পল্লীতে রাত ১১ টা নাগাদ হঠাৎ গুলি চালানোর শব্দ পাওয়া যায়। জখম হন এক যুবক। রক্ত ঝরতে শুরু করে । তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

পুলিশ সূত্রে খবর, আহত যুবককে ভর্তি করা হয়েছে রুবি জেনারেল হাসপাতালে। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। চিকিৎসা চলছে তাঁর। এলাকা থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। 

Continues below advertisement

জানা গিয়েছে, এলাকার   একটি পরিত্যক্ত জায়গায় গতকাল রাতে কয়েকজন যুবক জমায়েত করে খাওয়া দাওয়া করছিল। সেখানে ছিলেন অভিজিৎও। কিন্তু কে গুলি চালালো তাঁর উপর, তদন্ত চলছে। গুলি চলার সময় ওই যুবকের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে খবর, তাঁদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে পুলিশ। গুলিবিদ্ধ যুবককের চিকিৎসা চলছে রুবি জেনারেল হাসপাতালে। 

পুলিশ কী বলছে 

সেখান থেকে কার্তুজের খোল উদ্ধার করে পুলিশ। খাবারের প্যাকেট, থালা, মদের বোতল পড়ে থাকতে দেখা যায় ঘটনাস্থলে। সেখানে কয়েকজন যুবক উপস্থিত ছিলেন বলে অনুমান পুলিশের। কী কারণে গুলি চলে? কারা অভিযুক্ত, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

২০২৪ এর নভেম্বরে সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা 

গত বছর  ১৫ নভেম্বর, এই  এলাকার কাছেই অ্যাক্রোপলিস মলের খুব কাছে  কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা হয়। তাঁকে লক্ষ্য করে বন্দুক তাক করে এক দুষ্কৃতী। কিন্তু ভাগ্যক্রমে শেষমুহূর্তে বন্দুক থেকে গুলি বের হয়নি।  তারপর সেই ঘটনার অন্তর্তদন্ত করতে গিয়ে একের পর এক ঘটনার কথা উঠে আসে সংবাদমাধ্যমে। এরপরও এলাকায় দুষ্কৃতীরাজ বন্ধ হয়নি।

হালে একাধিক গুণ্ডাগিরির অভিযোগ উঠেছে কসবার কাছেই আনন্দপুর এলাকা থেকে। একের পর এক ঘটনায় ফের প্রশ্নের মুখে কলকাতা শহরের নিরাপত্তা। গত সেপ্টেম্বরেই আনন্দপুরে ভরসন্ধে থেকে গভীর রাত, বারবার গুলশন কলোনিতে একদল দুষ্কৃতীর দৌরাত্ম্য শুরু হয়। আগ্নেয়াস্ত্র হাতে দীর্ঘ সময় ধরে দাপিয়ে বেড়ায়  দুষ্কৃতীরা। আনন্দপুরে গুলশন কলোনির অটো স্ট্যান্ড মোড়ে অস্ত্র নিয়ে দাপাদাপিতে ভয়ে কাঁটা হয়ে যায় এলাকার মানুষ। EM বাইপাস থেকে ঢিলছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ওঠে মানুষ। এরপর আগেপরেও আনন্দপুর থেকে গুণ্ডাগিরি , দেহ উদ্ধার সহ নানা মারাত্মক অভিযোগ পুলিশের কাছে এসেছে।