সত্যজিৎ বৈদ্য ও সঞ্চয়ন মিত্র, কলকাতা : ফের প্রতিবাদ করে আক্রান্ত প্রতিবাদী। ঝামাপুকুর পার্কে বাড়ির কাছেই যুব তৃণমূল নেতাকে (Youth TMC Leader) মারধরের অভিযোগ উঠল মত্ত যুবকদের (Drunk Micreants) বিরুদ্ধে। প্রতিবাদ করায় শাসকদলের নেতা আক্রান্ত হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। হামলার পিছনে রাজনৈতিক যোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ (Police)।
খাস কলকাতায় ফের আক্রান্ত প্রতিবাদী। ঝামাপুকুর পার্কে বাড়ির কাছেই যুব তৃণমূল নেতা বর্ণ বর্মনকে মারধরের অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। আহত যুবকের চিকিৎসা করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল (Calcutta Medical College Hospital)। ঘটনার সূত্রপাত শুক্রবার রাত রাত পৌনে ১২টা নাগাদ। আক্রান্তের অভিযোগ, ৩৮ নম্বর ওয়ার্ডে রঘুনাথ চ্যাটার্জি স্ট্রিটে তাঁর বাড়ির কাছে মাদক নিচ্ছিলেন এক যুবক। প্রতিবাদ করায়, মত্ত যুবক ফোন করে কয়েকজনকে ডেকে আনেন। তারপর সদলবলে যুব তৃণমূল নেতার ওপর চড়াও হন।
আহত যুব তৃণমূল নেতাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় আমহার্স্ট স্ট্রিট থানায় (Amharst Street Police Station)। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। প্রকাশ্যেই বসছে নেশার আসর। প্রতিবাদ করায় শাসকদলের নেতা আক্রান্ত হওয়ায় স্থানীয়দের আতঙ্ক আরও বেড়েছে। পুলিশ সূত্রে খবর, হামলার পিছনে রাজনৈতিক যোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- সদ্য বিয়ে সেরে ফিরেছিলেন দেশের কাজে, রাজৌরির সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ বাঙালি জওয়ান
এর আগে গত ফেব্রুয়ারি নদিয়ার রানাঘাটের থানারপাড়ায় তারস্বরে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায়, খোদ পুলিশকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে মত্ত ব্যক্তিদের বিরুদ্ধে। এর আগে গত ২৬ জানুরায়ি, মালদার হবিবপুরে বোনের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় দাদা। এর আগে গত ২২ জানুয়ারি, হাওড়ার শ্যামপুরে ৩ দুষ্কৃতী দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। প্রতিবাদ করায় তাদের মারে মৃত্যু হয় কিশোরীর বাবার। এবার মাদক নেওয়ার প্রতিবাদ করতে গিয়ে যুব তৃণমূল নেতার আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল ঝামাপুকুর পার্কে।
আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস