আবির দত্ত, কলকাতা : সাগরদিঘিতে ( Sagardighi Election )  কংগ্রেসের ( Congress ) জয়ের পর অধীর চৌধুরীকে ( Adhir Chowdhury ) আক্রমণ মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) । তার জেরে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বই নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূলনেত্রীকে পাল্টা আক্রমণের পরেই, আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে ( Koustav Bagchi ) গ্রেফতার করল বড়তলা থানার পুলিশ।


ঠিক কী ঘটনা ঘটেছিল

সাগরদিঘির ফলপ্রকাশের পরই অধীর চৌধুরীকে আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। প্রশ্ন তোলেন, প্রদেশ কংগ্রেস সভাপতির মেয়ে ও গাড়িচালকের মৃত্য়ু নিয়ে। তারপরই সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন,  'দুটো whatsapp নম্বর দিয়েছি। দীপক ঘোষ (মমতা কে নিয়ে যা লিখেছিলেন, তার সফট কপি চাইলেই যে কেউ পাবে। হুমকি ফোন আসছে। কোনও কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে..' 


শনিবার সকালে কী ঘটেছিল


হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে। পুলিশ সূত্রে খবর, কৌস্তভের মন্তব্যের ভিত্তিতে বড়তলা থানায় লিখিত অভিযোগের কারণেই এই গ্রেফতার। ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৯, ৩৫৪A এবং ১২০B ধারায় আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করা হয়। 


কৌস্তভের প্রতিক্রিয়া 


কৌস্তভের দাবি, রাত আড়াইটে নাগাদ পুলিশ তাঁর ব্যারাকপুরের বাড়িতে যায়। সকালে পুলিশের আরও একটি দল পৌঁছয় কৌস্তভের বাড়িতে। গ্রেফতারের আগে ধারা দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে তুমুল কথা কাটাকাটি হয় আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর। কৌস্তভকে থানায় নিয়ে যাওয়ার সময় স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন, এভাবে ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না, গ্রেফতারির পর প্রতিক্রিয়া কৌস্তভ বাগচীর। 


কংগ্রেসের প্রতিবাদ


আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতারের প্রতিবাদ। বড়তলা থানার বাইরে কংগ্রেস কর্মীদের তুমুল বিক্ষোভ।


২১-এর বিধানসভা ভোটে, ৫০ হাজারের বেশি ভোটে জেতা সাগরদিঘি আসনটি । উপনির্বাচনে তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বাম-কংগ্রেসের জোট! এরপরই বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আক্রমণের পথে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' তাঁর গাড়ির ড্রাইভারের আত্মহত্য়া, খুন নিয়ে যদি আমি বলি জোড়া খুন, কিছু বলতে পারবে? অনেক ঘটনা আমি জানি, আমার মুখ খোলাবেন না। '