উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, কলকাতা : পুজোয় ( Durga Puja 2023 ) সন্তোষ মিত্র স্কোয়ারে ( Santosh Mitra Square ) এক ফ্রেমে ধরা দিয়েছিলেন কংগ্রেসের কৌস্তভ বাগচী ( Koustav Bagchi ) ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ( Sajal Ghosh ) । পাশে দাঁড়িয়ে বলেছিলেন, রাজনৈতিক কোনও বিষয় নয়, ৩০ বছরেরও বেশি সময় ধরে আমরা দাদা-ভাই। এবার বিজেপির শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) ও কংগ্রেসের কৌস্তভ বাগচী এলেন এক ফ্রেমে। সৌজন্যে আবার বিজেপি নেতার বাড়ির পুজো !
কলকাতার বুকে রাম মন্দির গড়ে শোরগোল ফেলে দেওয়া সন্তোষ মিত্র স্কোয়ারে, বিজেপির দাপুটে নেতা সজল ঘোষের পুজোয় ছুটি গিয়েছিলন কৌস্তভ। এবার সন্ময় বাড়ির পুজোয় গেলেন তিনি।
এর আগে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলে একসঙ্গে হেঁটেছিলেন শুভেন্দু, কৌস্তভ। একসঙ্গে হাঁটার এক মাসের মধ্যে, আবার দু'জনকে দেখা গেল এক ফ্রেমে। কৌস্তভ বাগচীর মুখে ফের উঠে এল বিকল্প রাজনীতির কথা ! বিজেপির রাজ্য কমিটির সদস্য সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় একসঙ্গে দেখা গেল বিজেপির শুভেন্দু অধিকারী ও কংগ্রেসের কৌস্তভ বাগচীকে, যা আরও একবার উস্কে দিল বাংলায় বিকল্প রাজনীতির প্রসঙ্গ।
নবমীর দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় যান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা পৌঁছনোর আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তিনজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। একঘণ্টার বেশি সময় ছিলেন শুভেন্দু অধিকারী ও কৌস্তভ বাগচী।
গত ২৭ সেপ্টেম্বর গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে বঙ্গ-রাজনীতিতে লেখা হয়েছিল এক নতুন অধ্যায়। তার এক মাসের মধ্যেই ফের একসঙ্গে দেখা গেল বঙ্গ রাজনীতিতে যুযুধান দুই দলের দুই রাজনীতিককে।
কৌস্তভ কি বিজেপিতে আসছেন? এই প্রশ্ন করা হলে শুভেন্দু বললেন, 'বিজেপিতে আসবেন কী আসবেন না, সেই সিদ্ধান্ত উনার। উনি বিচক্ষণ লোক। উনি ঠিক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে নো ভোট টু মমতা।' কৌস্তভও সুর মিলিয়ে বললেন, ' আমারও একই বক্তব্য। কিছু বিকল্প লাগবে। কারণ এই সরকারকে হটাতে গেলে বিকল্প ছাড়া পথ নেই। নো ভোট টু মমতা' । আর যাঁর বাড়ির পুজোয় গিয়ে এই সাক্ষাৎ, সেই সন্ময় বললেন, ' দাদার সঙ্গে কথা বলে উনিই ঠিক করবেন '
জাতীয় স্তরে মোদি-বিরোধী ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সখ্য নিয়ে গোড়া থেকেই সরব প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। এবার কী তবে অন্য কথা ভাবছেন তিনি? বলবে সময়।