সুকান্ত মুখোপাধ্যায়, প্রদ্যোৎ সরকার, নদিয়া :  কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় একের পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। নানারকম তথ্য আসছে সামনে। সিসিটিভি ক্যামেরা সূত্রে পাওয়া তথ্য, অভিযুক্তের দাবি, পরিবারের দাবি - সবমিলিয়ে নানারকম তথ্য আসছে, যা প্রত্যেকটিই চাঞ্চল্যকর। 


কৃষ্ণনগরে তরুণীর যেদিন মৃত্যু হয়, সেদিন কি তিনি সত্যিই প্রেমিক রাহুল বসুর সঙ্গে দেখা করেছিলেন ? হলেও কোথায় হয়েছিল সাক্ষাৎ, কী কথা হয়েছিল দুজনের ? তাঁদের মধ্যে কি কোনও মনোমালিন্য চলছিল ? কৃষ্ণনগরের তরুণীর এই অবস্থার পিছনে দায়ী কে ? তাঁর প্রেমিক রাহুল ? আরও কেউ ? নাকি একেবারেই অন্য কেউ বা কোনও দল? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর, এক ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, আগুনে পুড়ে মৃত্য়ু হয়েছে ওই কিশোরীর। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি ওই স্কুলছাত্রীকে কেউ জীবন্ত পুড়িয়ে খুন করল, নাকি সে আত্মহত্য়া করেছে? ইতিমধ্য়েই SIT গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাসরোধের প্রমাণ মেলেনি। 


পুলিশের দাবি, মৃত্যুর আগের দিন কৃষ্ণনগর শহরের একাধিক রাস্তায় একা ঘুরে বেড়িয়েছিলেন তরুণী। ঘটনাস্থল থেকে কিছু দূরে কলেজ মাঠের কাছে রাত সাড়ে নটার পর থেকে তরুণীর গতিবিধি পাওয়া গেছে। ধৃত রাহুলের উপস্থিতিও পাওয়া গেছে কলেজ মাঠে। অথচ পুলিশের কাছে রাহুল দাবি করেছেন, তাঁদের সেদিন দেখা হয়নি। রাহুলের দাবি, 'আমি খুন করিনি। ফোনে কথা হয়েছিল আমি কোথায়, আমার সঙ্গে সম্পর্ক রাখিস না, এই টুকু।' কিন্তু দেখা গিয়েছ, রাত সাড়ে ৯ টা নাগাদ তরুণী ও রাহুল উভয়েরই মোবাইল টাওয়ার লোকেশন একই অঞ্চলেই ছিল। 


মঙ্গলবার রাতে প্রায় তিন মিনিট তাঁদের মধ্যে ফোনে ঝামেলা হয়েছে বলে পুলিশি জেরায় দাবি করেছে রাহুল। ঝামেলার পর সম্পর্ক ছিন্ন করার কথা বলে অভিযুক্ত। জানা গিয়েছে, রাহুলের সঙ্গে আরও এক তরুণীর ঘনিষ্ঠতা ছিল। মঙ্গলবারই অপর তরুণীর সঙ্গে রানাঘাটে সিনেমা দেখতে যায় রাহুল। বিকেল পর্যন্ত সেখানেই ছিল সে।  পরে কৃষ্ণনগর ফেরে। রাহুলই আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।


কেরোসিন ও দেশলাই বাক্স কোথা থেকে এলো তাও খতিয়ে দেখা হচ্ছে। সমাধানের খোঁজে শহরের একাধিক এলাকার ট্রাফিকের ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি সংগ্রহ করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে গতকাল রাতে ঘটনাস্থলে ৫ টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ঘটনাস্থলে সমাজবিরোধীদের আনাগোনা রয়েছে রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আজ ফের ঘটনাস্থলে আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও।  


অন্যদিকে আবার জানা গিয়েছে, মাসখানেক আগে ব্যাঙ্গালোরে চলে যান তরুণী। সেই সময় থানায় অভিযোগ জানায় তাঁর পরিবার। সেই নিয়ে কী কোনও বিবাদ হয়েছিল? পুলিশ সূত্রে খবর, নিহত তরুণী ও তাঁর প্রেমিকের একজন কমন ফ্রেন্ড রয়েছেন। তদন্তকারীদের নজরে রয়েছেন ওই তরুণীও। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।    


আরও পড়ুন : 'জুনিয়র ডাক্তারদের জন্য কিছু প্লিজ করবেন না' নারায়ণ-কুণাল সাক্ষাতের পর কড়া বার্তা আসফাকুল্লার,কী বার্তা কিঞ্জলের?