কলকাতা: কৃষ্ণনগরে পুজো মণ্ডপের সামনে, পুলিশ সুপারের অফিসের মাত্র ৫০০ মিটার দূরে তরুণীর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ উদ্ধার হল। প্রেমিক-সহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ করে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ তুলেছে নিহত দ্বাদশ শ্রেণির ছাত্রীর পরিবার। অভিযুক্ত প্রেমিককে আটক করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। তবে, আর জি কর-কাণ্ডের পর এবার কৃষ্ণনগরেও ক্রাইম সিন নিয়ে প্রশ্ন। SP অফিসের ৩০০ মিটারের মধ্যেই কি অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়েছে তরুণীর দেহ? হাই সিকিউরিটি জোনের মধ্যে সবার নজর এড়িয়ে কী ভাবে ঘটল হাড়হিম করা ঘটনা?                                                                                           


একদিকে এসপি অফিস, বিএলএলআরও অফিস। আরেকদিকে সার্কিট হাউস, কাছেই জেলাশাসকের দফতর। আর তার ঠিক মাঝেই কৃষ্ণনগর স্টেডিয়ামের ঠিক পাঁচিলের গা ঘেষা গলি থেকে উদ্ধার হল স্কুল ছাত্রীর আধপোড়া, বিবস্ত্র দেহ। কোথায় নারী নিরাপত্তা? কোথায় পুলিশের নজরদারি? আর জি কর-কাণ্ডের আবহেই আরও একবার সেই প্রশ্ন তুলে দিল কৃষ্ণনগরের ঘটনা।


পুজো মণ্ডপ দ্বিতীয় ক্রাইম সিন কি না, জানতে আজ যাচ্ছে ফরেন্সিক দল। পুলিশ সূত্রে খবর, শেষবার তরুণীর সঙ্গে যাঁদের দেখা ও কথা হয়েছিল, তাঁদের বয়ান রেকর্ড করা হচ্ছে। গণধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন তরুণীর প্রেমিক রাহুল বসু। পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুবাসী ওই হোটেল কর্মীর সঙ্গে তরুণীর সম্পর্ক মাত্র চারমাসের। দু’জনের মধ্যে আর্থিক লেনদেনও হয়। কে, কাকে, কী কারণে টাকা দিয়েছিলেন, জানতে চায় পুলিশ। 


আরও পড়ুন, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের ১৩দিন, ভাঙছে শরীর, বাড়ছে মনের জোর


দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ-খুনের অভিযোগে এক তরুণী-সহ ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুজো মণ্ডপ দ্বিতীয় ক্রাইম সিন কি না, জানতে আজ যাচ্ছে ফরেন্সিক দল। অন্যদিকে, আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কল্যাণী JNM হাসপাতালে ছাত্রীর দেহের ময়নাতদন্ত হবে। পাশাপাশি, আজই কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে ধৃত প্রেমিককে। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে