পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা : কুলতলির ডোঙাজোড়ায় শেখপাড়ায় জঙ্গলে রাতভর বাঘের গর্জন শোনা গেছে। জাল ছিঁড়ে সে বেরনোরও চেষ্টা করেছে, এমন প্রমাণ মিলেছে। কিন্তু তাকে বন দফতরের কর্মীরা নাগালে পায়নি। রাতে যেহেতু জঙ্গলে আলো জ্বালানো নিষেধ, তাই অন্ধকারে বন দফতরের কর্মীরা ট্রাঙ্কুলাইজার নিয়ে জঙ্গলে অভিযান চালান। কিন্তু বাঘের নাগাল পাওয়া যায়নি। বন দফতর সূত্রে খবর, কয়েকদিন ধরে অভুক্ত বাঘটি যেখানে রয়েছে, সেখান থেকে তাকে সরানো যাচ্ছে না। আজ তাই দমকলের সাহায্য নেওয়ার কথা বন দফতরের। জল স্প্রে করে বাঘটিকে সরানোর চেষ্টা করা হবে বলে বন দফতর সূত্রে খবর।
কাজে আসেনি ঘুমপাড়ানি গুলি । ত্রিস্তরীয় নাইলনের জালের এনক্লোজার! ৫ দিন পেরিয়ে গেছে। কিন্তু, ছাগল বা মাংসের টোপ দিয়েও ধরা যায়নি কুলতলির রয়্যাল বেঙ্গল টাইগারকে! কুলতলির শেখপাড়ার জঙ্গলের এই জায়গাতেই লুকিয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার।
পুরো জায়গাটা, ৩ স্তরে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে! উল্টোদিকেই রয়েছে পিয়ালি নদী! সেদিকে, বন দফতরের নৌকা দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। প্রথমে ২শো হেক্টর এলাকা ঘিরে, এনক্লোজার করা হয়েছিল। পরে, তা ছোট করে ২০০ বর্গফুট করা হয়। পায়ের ছাপ দেখে বন দফতরের অনুমান এটি পুরুষ বাঘ।
রবিবার রাতে, বাঘটি নাইলনের জাল ছিঁড়ে বেরনোর চেষ্টা করে। সোমবার সকালে, জাল সংলগ্ন ভেজা মাটিতে, বাঘের আঁচড়ের দাগ দেখা যায়।
অন্তত ৫ দিন ধরে বাঘটি ক্ষুধার্ত রয়েছে। এটাই চিন্তা বাড়িয়েছে, বন দফতরের। বাঘ ধরতে, একটি বিশেষ দল নিয়ে আসা হয়। সোমবার সকালে জঙ্গলের ভিতরে যান বনকর্মীরা। যেখানে বাঘটি রয়েছে, সেখানে নতুন করে একটি খাঁচা পাতা হয়। ভিতরে, টোপ হিসেবে দেওয়া হয় মাংস!
আরও পড়ুন -
ভাইরাস ভেবে প্লেটলেট নষ্ট করে ফেলছে ইমিউনিটি সিস্টেম ! এতো উল্টো সঙ্কট !
বাঘের অবস্থান আঁচ করা গেলেও, তার দেখা মেলেনি! বন দফতর সূত্রে খবর, ঘুমপাড়ানি গুলিতেও বাঘটিকে কাবু করা যায়নি। তাই এখন দমকলের সাহায্য নেওয়া হবে। ব্যবহার করা হচ্ছে ড্রোন। ড্রোনের মাধ্যমে এনক্লোজারে নজরদারি করা হচ্ছে।
৪টি ট্র্যাপ ক্যামেরা আনা হয়েছে। খুব শীঘ্রই সেগুলো বসানো হবে। বন দফতর সূত্রে খবর, বাঘের জায়গা বদল করতে, জল স্প্রে করার কথা ভাবা হয়েছে।
জঙ্গলের পাশাপাশি পিয়ালি নদীতেও স্পিডবোট নিয়ে টহলদারি চালানো হচ্ছে। গ্রামবাসীদের, সতর্ক করতে এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে। নিষেধ করা হচ্ছে, বাইরে বের হতে। এখনও অধরা রয়্যাল বেঙ্গল। কুলতলির ডোঙাজোড়ায় শেখপাড়ায় জঙ্গলে রাতভর বাঘের গর্জন শোনা গেছে। জাল ছিঁড়ে সে বেরনোরও চেষ্টা করেছে, এমন প্রমাণ মিলেছে।
বন দফতরের কর্মীরা নাগালে পায়নি বাঘকে । রাতে যেহেতু জঙ্গলে আলো জ্বালানো নিষেধ, তাই অন্ধকারে বন দফতরের কর্মীরা ট্রাঙ্কুলাইজার নিয়ে জঙ্গলে অভিযান চালান। কিন্তু বাঘের নাগাল পাওয়া যায়নি। বন দফতর সূত্রে খবর, কয়েকদিন ধরে অভুক্ত বাঘটি যেখানে রয়েছে, সেখান থেকে তাকে সরানো যাচ্ছে না। আজ তাই দমকলের সাহায্য নেওয়ার কথা বন দফতরের। জল স্প্রে করে বাঘটিকে সরানোর চেষ্টা করা হবে বলে বন দফতর সূত্রে খবর।