কলকাতা : আরজি কর-কাণ্ড নিয়ে এবার প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন কুণাল ঘোষ । এনিয়ে খোঁচা দলেন দলের একাংশকেও। 'প্রশাসন এমন কোনও কাজ করবে কেন, যে অবস্থা সামলাতে শাসক দলকেও 'বিচার চাই' বলে কর্মসূচি নিতে হবে ? তাও দলের সবাই সমান ভাবে নামেন না।' ফের এমনই বিস্ফোরক পোস্ট করেছেন কুণাল।
এক্স হ্যান্ডেলে তিনি আরও লেখেন, 'আমি আমার অবস্থানে প্রথম দিন থেকে স্পষ্ট। দোষীদের চরম শাস্তি হোক। যদি কেউ বা কারা আড়াল করে থাকে, চিহ্নিত হোক, শাস্তি হোক। প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষ ভালভাবে নেননি। সেটা প্রশাসন দেখুক। এনিয়ে নাগরিক আন্দোলন সমর্থনযোগ্য। কিন্তু, বিরোধী দলগুলির রাজনৈতিক ইভেন্টের ফাঁদে পা দেবেন না। আমাকে যে যা খুশি বলতে পারেন।'
আর জি কর কাণ্ড নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়র পোস্ট করা ভিডিও আসল না ভুয়ো, আগের দিনই তা খতিয়ে দেখার দাবি জানান তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, এটা আসল না ফেক দেখা হোক। যদি আসল হয় বিপজ্জনক। CM জানেনও না তাঁর নাম করে এই ঔদ্ধত্য, মস্তানি, অসভ্যতা করে অনেকে সরকার, দল এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করছে।
আর জি কর-কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই ভাইরাল হওয়া একটি ভিডিও পোস্ট করে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়। সেই ভিডিও পোস্ট করে তা আসল না ভুয়ো, তা খতিয়ে দেখার দাবি করেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
ইতিমধ্যে ভাইরাল এই ভিডিওকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ২৯ অগাস্ট বিজেপি নেতা অমিত মালব্য এই ভিডিও পোস্ট করে লেখেন, যাঁকে আপত্তিকরভাবে কথা বলতে দেখা যাচ্ছে, তিনি আফসর আলি খান। আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের কলঙ্কিত অধ্য়ক্ষ (প্রাক্তন) সন্দীপ ঘোষের ব্য়ক্তিগত বাউন্সার। তিনি কথা বলছেন, চিকিৎসক মানস বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে। যাঁকে এক সপ্তাহ আগে আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের অধ্য়ক্ষ করা হয়েছে। কর্মী না হওয়া সত্ত্বেও ক্য়াম্পাসে আফসরের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
চিকিৎসক বন্দ্য়োপাধ্য়ায়কে হুঁশিয়ারি দিচ্ছেন খান এবং তাঁকে জানাচ্ছেন, মুখ্য়মন্ত্রী দিদি তাঁকে পাঠিয়েছেন। কোনও প্রশ্ন থাকলে তাঁকে জিজ্ঞেস করতে হবে।
সেই ভিডিওই এবার পোস্ট করে তদন্তের দাবি তোলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, 'মুখ্যমন্ত্রী জানেনও না তাঁর নাম করে এই ঔদ্ধত্য, মস্তানি করে সরকার ও তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। এই ভিডিও যদি সত্যি হয়, পুলিশ একে গ্রেফতার করুক।'