Job News: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে এখন শিক্ষানবিশ পদে লোক নেওয়া হবে। এই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে (Indian Overseas Bank Recruitment) ঘুরে আগ্রহী প্রার্থীরা চাইলে এই শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগের মাধ্যমে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ৫৫০ জন শিক্ষানবিশ (Recruitment News) নেওয়া হবে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যেই করতে হবে আবেদন। আর আবেদনের ফি জমা দেওয়ার শেষ দিন রয়েছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২২ সেপ্টেম্বর হবে এই ব্যাঙ্কের চাকরির জন্য নিয়োগের পরীক্ষা।


আবেদনের যোগ্যতা


এই শিক্ষানবিশ পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে অথবা সমতুল ডিগ্রি থাকতে হবে।


বয়সসীমা


ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছর।


নির্বাচনী প্রক্রিয়া


এই ব্যাঙ্কে নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলি ধাপ রয়েছে। এর জন্য প্রথমেই হবে একটি অনলাইন পরীক্ষা, এখানে স্থানীয় ভাষার উপর দক্ষতা যাচাই করে নেওয়া হবে। এর পরে থাকবে ব্যাঙ্কের তরফে নিজস্ব ইন্টারভিউ। অনলাইন পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে, ১০০ নম্বরের এই পরীক্ষার জন্য সময় থাকবে ৯০ মিনিট।


যে সমস্ত প্রার্থী এই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে নিযুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে যে রাজ্যের জন্য আবেদন করছেন সেই রাজ্যের কোনও একটি স্থানীয় ভাষায় লেখা, বলা ও পড়ার দক্ষতা থাকতে হবে।


আবেদনের ফি


অসংরক্ষিত, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের জন্য এই ব্যাঙ্কের নিয়োগের আবেদন ফি হিসেবে জমা দিতে হবে ৯৪৪ টাকা এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি রয়েছে ৪৭২ টাকা। অনলাইন মোডেই দিতে হবে এই আবেদনের ফি।


বৃত্তি কত পাবেন


ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে কাজের জন্য বেতন নয়, বরং প্রার্থী বৃত্তি পাবেন প্রতি মাসে। চুক্তির মেয়াদ অনুযায়ী এই বৃত্তি পেতে থাকবেন নির্বাচিত প্রার্থী। এলাকা অনুযায়ী বৃত্তির অঙ্কে বদল হবে।


মহানগর অঞ্চলে শাখার জন্য বৃত্তির পরিমাণ ১৫ হাজার টাকা, শহরাঞ্চলের শাখার জন্য বৃত্তি ১২ হাজার টাকা এবং গ্রামাঞ্চল বা মফস্বল এলাকার জন্য প্রার্থীরা বৃত্তি পাবেন ১০ হাজার টাকা।


আরও পড়ুন: Recruitment News: সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ, ৫৭ হাজার থেকে শুরু বেতন- কত শূন্যপদ ?



Education Loan Information:

Calculate Education Loan EMI