কলকাতা : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তত চড়ছে রাজনৈতিক পারদ। এক পক্ষের অপর পক্ষকে কটাক্ষ-পাল্টা কটাক্ষ করা লেগেই রয়েছে। এবার সুকান্তু মজুমদারের (Sukanta Majumdar) 'ভয়ঙ্কর খেলা হবে' হুঁশিয়ারির পাল্টা বিদ্রুপ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বললেন, "ওঁর মনে রাখা উচিত কিছু কিছু জিনিস কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য"।
নৈহাটি, জগদ্দল, ভাটপাড়া, কাঁকিনাড়ায় একের পর এক বোমা উদ্ধার হয়েছে। কাঁকিনাড়ায় বোমা ফেটে শিশুর মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে আজ ব্যারাকপুর কমিশনারেট অভিযান নামে বিজেপি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারাকপুর কমিশনারেট অভিযান চলে। সেখানের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত মজুমদার।
সুকান্তর-হুঁশিয়ারি-
কার্যত অনুব্রত মণ্ডলের ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "একপক্ষের খেলা হবে না, ভয়ঙ্কর খেলা হবে। একপক্ষ মারছে, এটা চলবে না। আমরা তো খেলার জন্য ডাকছি দিল্লিতে। আসুন না একটু দিল্লিতে, কেউ যেতে চাইছেন না।"
এর জবাব পাল্টা সুকান্তকে একহাত নিয়ে কুণাল ঘোষ মন্তব্য করেন, আসলে কিছু কিছু ব্যাপারে বয়স হওয়ার আগে, ছেলেরা বা মেয়েরা যখন বড়রা যা বলছে তা করতে চায়, অনেকটা সেরকম। যে যে ডায়লগ এর আগের লোকেরা দিয়েছে, সেগুলো কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। এবার সুকান্ত মজুমদার তাঁকেও কিছু বলতে হবে। নাহলে দিলীপবাবু বা শুভেন্দু..এদের বাচালতার সঙ্গে পাল্লা দিতে পারছেন না। ফলে তিনি যথেষ্ট জুনিয়র বা অপরিণত হওয়া সত্ত্বেও, ওঁকে এ ধরনের অবান্তর কথা বলতে হবে।"
এরপরই আসে বিধানসভা ভোটের প্রসঙ্গ। কুণাল বলেন, "আরে ভোটটা তো গেল বাংলায়। বিধানসভা ভোটটা তো, দিল্লির কাকা-জ্যাঠা সকলকে ডেলি প্যাসেঞ্জারি করিয়ে হারলেন। এরপর এখন লেঠেল বাহিনীকে ভরসা করে, এজেন্সির ভরসায় হুমকি দিচ্ছেন। এর সঙ্গে কি গণতন্ত্রের কোনও সম্পর্ক আছে ? আপনাদের যা ক্ষমতা আছে করে নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের পাশে আছে। প্রধানমন্ত্রী থেকে স্বারষ্ট্রমন্ত্রী, তাঁদের ডেইলি প্যাসেঞ্জারি করিয়েও মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন। এখন আপনারা প্রতিহিংসার রাজনীতি করছেন। আবার বলছি, বড়দের বাচালতা দেখে, বড়দের সিনেমায় নাক গলাচ্ছেন সুকান্ত মজুমদার। ওঁর মনে রাখা উচিত, কিছু কিছু বিষয় কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য।"
আরও পড়ুন ; "যতক্ষণ প্রধানমন্ত্রী মোদি আছেন, কোনও চোর ছাড় পাবে না", হুঁশিয়ারি সুকান্তর