কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ফের কুণাল ঘোষের ( Kunal Ghosh )  নিশানায় সুদীপ বন্দ্য়োপাধ্যায় ( Sudip Banerjee ) । বৃহস্পতিবার থেকেই, একের পর এক সোশাল মিডিয়া পোস্টে, নাম না করে দলের একাংশকে নিশানা করেছিলেন। শুক্রবার তৃণমূলের দু'টি পদে ইস্তফা দিয়ে, সরাসরি সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করেন কুণাল। তাঁর বিরুদ্ধে আনেন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার মতো চাঞ্চল্য়কর অভিযোগও। এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন কুণাল । এবার সরাসরি ইডি , সিবিআইকে ট্যাগ করে করে ফেললেন পোস্ট। 


 ED-র ডিরেক্টর ও CBI সদর দফতরকে ট্যাগ করে তৃণমূলের লোকসভার দলনেতার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তের দাবি জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট এবং তাঁর তরফে ভুবনেশ্বর অ্যাপোলোকে দেওয়া টাকা নিয়ে তদন্ত হওয়া উচিত।


কুণালের দাবি, 'তিনি যখন হেফাজতে ছিলেন তখন তাঁকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে কিনা, বা তাঁর হয়ে হাসপাতালকে টাকা দেওয়া হয়েছে নাকি হয়নি, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। যদি এটা সত্যি হয়, তবে এর সঙ্গে কয়লা-কেলেঙ্কারির যোগ থাকতে পারে এবং এই নিয়ে আরও তদন্তের স্বার্থে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত।'


সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এক্স হ্যান্ডলে কুণালের হুঁশিয়ারি, ' যদি এজেন্সি এটা এড়িয়ে যেতে চায়, তাহলে এই বিষয়টি নিয়ে তদন্ত চেয়ে আমি নিম্ন আদালতের দ্বারস্থ হব। ' 


লোকসভা ভোটের মুখে তৃণমূলের দু'টি পদ থেকে আচমকাই একসঙ্গে ইস্তফা দিয়ে তৃণমূলেরই সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'বিজেপিটা তো সুদীপ ব্য়ানার্জি চালান। সুদীপবাবুর অসুবিধা হচ্ছে যাঁকে দেখতে পারতেন না, সে কাউন্সিলর হয়ে গেছে, সে বিজেপিতে জয়েন করে গেছে বলে সুদীপবাবুর একটু অসুবিধা হচ্ছে। কতবড় অপদার্থ, তাঁর স্ত্রী হচ্ছে MLA, নয়না বন্দ্য়োপাধ্য়ায়। এমন একজন MLA যাঁর কলকাতায় তাঁর কেন্দ্রে ২ খানা সিট তৃণমূল হেরে আছে, একটা কংগ্রেসের কাছে, একটা বিজেপির কাছে, বিজেপির কাছে যেটা হার, সেটা তো সুদীপ ব্য়ানার্জি আর নয়না ব্য়ানার্জির হার।' 


 







  • আরও দেখুন :