Kunal Ghosh : নেতাজির ট্যাবলো কেন বাদ, হাইকোর্টে জানাতে পারেননি কেন্দ্রের আইনজীবী : কুণাল ঘোষ

Kunal Ghosh : নেতাজির ট্যাবলো (Netaji tableau) নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা (PIL) খারিজ করেছে কলকাতা হাইকোর্ট...

Continues below advertisement

কলকাতা : "নেতাজির ট্যাবলো কেন বাদ, হাইকোর্টে জানাতে পারেননি কেন্দ্রের আইনজীবী।" ট্যাবলো-বিতর্কে সুর চড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

Continues below advertisement

নেতাজির ট্যাবলো (Netaji tableau) নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা (PIL) খারিজ করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta HC)। মামলা খারিজ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলা খারিজ করে হাইকোর্ট জানিয়েছে,  ‘একেবারে শেষ মুহূর্তে এই মামলা দায়ের করা হয়েছে। পরশু প্রজাতন্ত্র দিবস, তাই কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়’।

আবেদনকারী দাবি করেছেন,  ‘কোনও কারণ না জানিয়েই ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র’। অন্যদিকে, কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘নির্দিষ্ট কারণ ছিল, তাই বাতিল হয়েছে রাজ্যের ট্যাবলো।’ এর প্রেক্ষিতেই কুণালের বক্তব্য,  নেতাজির ট্যাবলো কেন বাদ, হাইকোর্টে জানাতে পারেননি কেন্দ্রের আইনজীবী। 

পাশাপাশি তিনি বলেন, ইন্ডিয়া গেটে অমর জ্যোতি নিভিয়ে ওয়ার মেমোরিয়ালে নিয়ে যাওয়া হল। ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা কেন্দ্রের । নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে কোনও পদক্ষেপ নেয়নি কেন্দ্র। নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি কেন ঘোষণা করছে না কেন্দ্র ? নেতাজির সম্মান ও অন্তর্ধান রহস্যের সমাধানে কোনও পদক্ষেপ নেয়নি। নেতাজির হলোগ্রাম মূর্তি বসিয়ে মুখ রক্ষার চেষ্টা করছে। 

আরও পড়ুন ; নেতাজির ট্যাবলো নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

প্রসঙ্গত, ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নেতাজি সুভাষ আমাদের স্বাধীন ভারতের বিশ্বাস দিয়েছিলেন। আত্মবিশ্বাস, সাহসের সঙ্গে ব্রিটিশদের বলেছিলেন, স্বাধীনতা ভিক্ষা নেব না। নেতাজি বলেছিলেন, স্বাধীনতা অর্জন করব। এই মূর্তি স্বাধীনতার মহানায়কের প্রতি গোটা দেশের শ্রদ্ধাঞ্জলি। আগামী প্রজন্ম, বর্তমান প্রজন্মকে প্রেরণা দেবে।’

তিনি আরও বলেন, "পৃথিবীর কোনও শক্তি নেই ভারতকে তার লক্ষ্যপূরণে রুখতে পারে। আমাদের আরও অনেক পথ পার করতে হবে।"

 

Continues below advertisement
Sponsored Links by Taboola