Kunal Ghosh: 'BJP-র অন্তত ৪ জন সাংসদ তৈরি..'! বিস্ফোরক তথ্য কুণালের, তাপসীর পর ওয়েটিং লিস্টে কারা ?

Kunal Ghosh On BJP MP: ছাব্বিশের আগে, উইকেট পড়বে আরও ? বিজেপি ছেড়ে তৃণমূলে তাপসী, ওয়েটিং লিস্টে কারা ? মুখ খুললেন কুণাল

Continues below advertisement

কলকাতা: সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন  BJP বিধায়ক তাপসী মণ্ডল। ওয়েটিং লিস্টে আরও?  এদিকে তাপসী আসতে না আসতেই বড়সড় হুঙ্কার কুণাল ঘোষের। তবে কি ছাব্বিশের আগে, উইকেট পড়বে আরও ?  মুখ খুললেন তৃণমূলের বর্ষীয়ান নেতা। 

Continues below advertisement

তিনি বলেছেন, 'বিজেপির অন্তত ৪জন সাংসদ তৈরি হয়ে বসে আছেন। বিজেপির একঝাঁক বিধায়কও তৈরি, শুধু সময়ের অপেক্ষা। বিজেপির অন্তত ১০ থেকে ১২জন নিয়মিত যোগাযোগ রাখছেন। অনেকে তৈরি, এখনও বিজেপির মধ্যে থাকলে আমাদেরই সুবিধে', ছাব্বিশের ভোটের আগে বিজেপিতে আরও ভাঙনের হুঙ্কার কুণালের। ২৬-এর আগে শুভেন্দুর জেলায় বিজেপিতে ফের ভাঙন !  গতকাল তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সিপিএম বিজেপি হয়ে তিনি এবার ঘাসফুলের জমিতে।

গতকাল তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেছিলেন,  আমি দেখলাম যে, আমরা আমাদের লোকসভা বা জেলার উপরে দাঁড়িয়ে.. সেটা একটা জায়গায় যাচ্ছিল। কিন্তু সেটাকেও পক্ষান্তরে, সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে, যে বিভাজন তৈরি হচ্ছে, কোথাও কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে, একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে, প্রতিনিয়ত বিঘ্নিত করছে, দলের মধ্যেকার নের্তৃত্বরা। তাই, সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ, আমার মধ্যে তৈরি হয়েছে।'

তাপসীর সংযোজন,' তাই আমি, ...বিশেষ করে এখনও আপনাদেরকে বলব, আমার হলদিয়ার ২০১১ সালে যখন শুভেন্দু অধিকারীর নের্তৃত্বে, তৃণমূল দল ক্ষমতায়,.. আমি তখন ওখানকার কাউন্সিলর ছিলাম। পরবর্তীকালে ২০১৬ সালে আমি বিধায়ক হই। ওনার নের্তৃত্বেই মূলত আমাকে কোনও কাজ করতে দেওয়া হয়নি। তার পরবর্তীকালে বিজেপিতে যাই। বিজেপিতে গিয়েও, সেখানেও কোনও কাজের মধ্যে যুক্ত হতে পারিনি। মানুষের আশা, মানুষ আজকে আমাকে দুবার নির্বাচনে জয়ী করেছেন, কিন্তু বিজেপি বিধায়ক হিসেবে এলাকায় কোনওরকম কাজ করার সুযোগ হয়নি।'  

পাল্টা অনেকেরই প্রশ্ন, বিজেপি তার জন্ম থেকে শুরু করে আজ অবধি তারা তো কট্টর হিনদুতবের রাজনীতির পথেই হেঁটেছে! আজ বিজেপি নতুন এমন কী করল, যে তাপসী মণ্ডল চমকে উঠলেন? ২০২০ সালে তিনি যখন বিজেপিতে যোগ দেন, তখন তিনি জানতেন না, বিজেপি কী ধরনের রাজনীতি করে? নাকি তাপসী মণ্ডলের দলবদলের পিছনে অন্য়তম প্রধান কারণ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদ?

আরও পড়ুন, কারা মারা যাচ্ছে, কেন সেই নামগুলি বাদ যাবে না ? ভুতূড়ে ভোটার নিয়ে কমিশনে আর কী অভিযোগ সুকান্তর

সম্প্রতি যা চরম আকার নেয়। ১৬ ফেব্রুয়ারি, হলদিয়ায় RSS-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের একটি সভা ছিল। যেখানে আমন্ত্রণই জানানো হয়নি ভারতীয় জনতা মজদুর সেল বা BJMC নামে একটি পৃথক শ্রমিক সংগঠনকে। যে সংগঠনটি তৈরি হয়েছিল বিধায়ক তাপসী মণ্ডলের উদ্যোগে। এই নিয়ে, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের দ্বন্দ্ব চরমে ওঠে।  

Continues below advertisement
Sponsored Links by Taboola