কলকাতা : প্রজাপতি হইহই করে দেখছে মানুষ। মিঠুন ( Mithun Chakraborty )  - দেব  ( Dev ) উভয়েরই প্রশংসায় অনুরাগীরা। দেবের কথায়, হইহই করে টিকিট কেটে প্রজাপতি  ( Projapoti Movie ) দেখছে মানুষ ! এই পরিস্থিতিতে ফের একবার কুণাল - কটাক্ষের জবাব দেন মিঠুন। বলেন, 'গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন ... ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন'। কুণাল ঘোষকে ফের গঙ্গারাম বলে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী। পাল্টা পদ্মশ্রীর সুপারিশের প্রসঙ্গ তুলে বিজেপি নেতা তথা অভিনেতাকে জবাব দিলেন কুণাল ঘোষ।


প্রজাপতি ছবিতে মুখ্য ভূমিকায় দেব মিঠুন। দুই দিকপাল অভিনেতা দুই রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা। অথচ পর্দায় কেমিস্ট্রি হিট । এই পরিস্থিতিতেই তৃণমূলের দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'আসলে প্রজাপতি ছবিতে দেব ভাল অভিনয় করলেও মিঠুন পারেননি। মিঠুন চক্রবর্তীর ফ্লপ অভিনয়ের জন্য প্রজাপতি ছবি দাগ কাটতে পারেনি। তাই ছবিকে হিট করতে বিজেপি এখন বিতর্ক টানার চেষ্টা করছে'  । এবার কুণাল বললেন, 'আমাকে উনি গঙ্গারাম বলছেন বলুন। যা ইচ্ছে তাই বলুন। কিন্তু উনি যেন ভুলে না যান, প্রণব মুখোপাধ্যায়ের কাছে পদ্মশ্রীর সুপারিশ করতে এই গঙ্গারামকেই লেগেছিল'। তিনি সেখানেই থামেননি বলেন,' ২০১১ সালে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে যেতে হয়েছিল গঙ্গারামকেই '। রাইটার্স বিল্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ২ ঘণ্টার মিটিং করেছিলেন তিনি, সেখানে তাঁকে তিনিই নিয়ে গিয়েছিলেন বলে দাবি তৃণমূল মুখপাত্রের।                                                                                                                                                                    


' দেবকে কেন ভয় দেখাতে যাব'


তিনি আরও বলেন, ' আর দেবকে কেন ভয় দেখাতে যাব, দেবকে জিগ্যেস করুন না, তাঁর উপকার ছাড়া কোনও অপকার করেছি কি না। আমি বলেছি , মিঠুনদার বদলে পরাণ বন্দ্যোপাধ্যায় করলে ভাল করতেন। ' কুণাল ঘোষের দাবি, তাঁর বাড়িতে নারায়ণ পুজোয় অতিথি ছিলেন মিঠুন, কুণাল তাঁকে দাদা ডাকতেন ! ' যেহেতু তিনি বিজেপিতে তাই এখন ওরকম আক্রমণ করতে হচ্ছে, এসব আমি নীলকণ্ঠের মতো বুক পেতে নিয়ে নেব '


প্রজাপতি-বিতর্ক প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী সোমবার বলেন,  'গঙ্গারামদের নিয়ে কিছু বলব না, সময় নষ্ট করব না। ... ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন, ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন। দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে'

যতদিন গড়াচ্ছে, বাড়ছে প্রজাপতি দেখার হিড়িক, সেই সঙ্গে রাজনৈতিক কথা কাটাকাটিও।