কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : এক সময় একই দলের কর্মী ছিলেন। এখন একজন বিধানসভার বিরোধী দলনেতা। আরেকজন শাসকদলের মুখপাত্র। প্রায় প্রতিদিনই একে অপরকে ক্ষুরধার আক্রমণ করেন। ভাষাও একেবারে তীক্ষ্ণ। কেন, ব্যক্তিগত শত্রুতা ? ABP Ananda কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কুণাল ঘোষের দাবি সত্যিই বিস্ফোরক।
শুভেন্দু অধিকারীকে নিয়েো স্পষ্ট করে দিলেন তাঁর মনোভাব। বললেন, ' সমস্তরকমভাবে ক্ষমতা বাড়িয়ে, শুভেন্দুকে শুভেন্দু বানিয়েছে কে? মমতা বন্দ্য়োপাধ্য়ায় '।
ব্য়ক্তিগত বন্ধুত্বও নেই, ব্য়ক্তিগত শত্রুতাও নেই, তাহলে ?
আবার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে দলের ভূমিকাকেই কার্যত কাঠগড়ায় তুলেছেন তিনি। বঙ্গ রাজনীতিতে কুণাল ঘোষ ও শুভেন্দু অধিকারীর আদায় কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। কিনতু, তা নিয়েও বলতে গিয়ে কুণাল বললেন, 'শুভেন্দুর সঙ্গে তো আমার কোনও ব্য়ক্তিগত বন্ধুত্বও নেই, ব্য়ক্তিগত শত্রুতাও নেই। উল্টে আমার নেত্রী, আমার দলকে আক্রমণ করে বলে, আমি শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করি। সেই কারণে শুভেন্দু অধিকারীও আমাকে আক্রমণ করে। আমার কাজ আমি করে যাব। কিন্তু, দল যদি তাদের ভুল ত্রুটিগুলো না সংশোধন করে, শুভেন্দু অধিকারীদের মতো দলবদলু, গদ্দারদের কথা বলার বিভিন্ন রকম ইস্য়ু তৈরি করে দেয়, নন ইস্য়ুকে ইস্য়ু তৈরি করে দেয়, অতীতের ভুল থেকে শিক্ষা না নেয়, '১৯ সালের ব্লান্ডার থেকে শিক্ষা না নেয়, '২১-এ কী কী ফ্য়াক্টরে আমরা জিতলাম, তার থেকে শিক্ষা না নেয়, তাহলে তো খুব কঠিন।'
কুণালের এই মন্তব্যের পর থেকেই জল্পনা , শুভেন্দু অধিকারী প্রসঙ্গে কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য় কি আগামীর জন্য় কোনও ইঙ্গিত? সম্ভাবনার শিল্প রাজনীতির অলিন্দে ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্ন।
শুভেন্দু অধিকারী যখন তৃণমূল সরকারের বিরুদ্ধে রোজই রণংদেহী মেজাজে আক্রমণ শানাচ্ছেন, তখন তাঁর প্রসঙ্গে বলতে গিয়ে এবার চাঞ্চল্য়কর মন্তব্য় করলেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ! নন্দীগ্রামে হার, লোডশেডিং ইস্য়ুতে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। বললেন, 'আজকে আমাদের এই লোডশেডিং, মামলা এগুলো করতে হচ্ছে কেন? ওখানে তো ৩০ হাজার ভোটে শুভেন্দুর হারার কথা। ফলে কেন হারল? কেন আমাদের কোর্টের ভরসায় থাকতে হচ্ছে, বা কেন শুভেন্দুকে বিধায়ক ঘোষিত করা হল, বা কেন কারা নির্বাচনটা করল? মমতা ব্য়ানার্জি ক্য়ান্ডিডেট, তার ময়নাতদন্ত হল? তার পরিপ্রেক্ষিতে কি আমরা সাংগঠনিক ব্য়বস্থা কিছু নিলাম? আমি তো চোখের ওপর কিছু দেখতে পাচ্ছি না।'
এই মন্তব্য শোনার পর শুভেন্দু অধিকারী অবশ্য কোনও জবাব দেননি, শুধু জয় জগন্নাথ বলে মঞ্চ ছাড়েন।