কলকাতা: আমরণ অনশন নিয়ে ডাক্তারদেরই নিশানা করলেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় আজ পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, 'পুজোর মরশুমে প্রচার পেতে, রাজনীতি, প্ররোচনা এবং নাটকের প্রভাবে এই অনশন। প্রশাসন নজর রাখুন, নথি রাখুক। অনশনে কারও ক্ষতি হলে দায়ী থাকবে প্ররোচকরা। পুলিশ নিরাপত্তা দিক, কিন্তু অনশনে কোনও হস্তক্ষেপ নয়। সহকর্মীদের অসুস্থতায় ঠেলে দিয়ে রাজনীতি করলে দায়ী থাকবেন ডাক্তাররা। জ্যোতি বসু জুনিয়র ডাক্তারদের ধর্না পুলিশ দিয়ে পিটিয়ে তুলেছিলেন। এই সরকারের সৌজন্যকে যাঁরা অপব্যবহার করছেন, ভাল-মন্দ তাঁরাই বুঝুন', সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের।


অন্যদিকে, আজ কর্মবিরতি ইস্যুতে ফের জুনিয়র ডাক্তারদের নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,  'কর্মবিরতি করছেন আবার হাজিরা খাতায় সই করে স্টাইপেন্ড নিচ্ছেন। আন্দোলনের নামে প্রতারণা করছেন জুনিয়র ডাক্তাররা', আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এই মন্তব্যের বিরোধিতা করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি হিসেবে কিঞ্জল নন্দ বলেন, 'এই সময়ে দাঁড়িয়ে আমরা যে আন্দোলন করছি, যদি প্রশ্ন করা হয় কাদের প্ররোচনায় করছি, আমার মনে হয় না আলাদা করে এই কথার কোনও উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে। যে দাবিগুলো করেছি সেই দাবিগুলো যাকে পূরণ করা যায়, যে ছেলে মেয়েরা আন্দোলনে বসেছে তাদের যাতে আন্দোলন থেকে অব্যাহতি দেওয়া যায় সেই চেষ্টাই করা উচিত। সেই চেষ্টাটা করলেই আমার মনে হয় ভাল।'


অন্যদিকে আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। আর এবার জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বসল ক্লোজ সার্কিট ক্যামেরা। 'দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চলবে', ১০ দফা দাবি আদায়ে সরকারকে চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের। অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অনশনের ডাক সিনিয়র চিকিৎসকদের। রিলে অনশনের সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে গেলেন সিনিয়র চিকিৎসকরাও।


 






আরও পড়ুন: Shiboprosad Mukherjee: আমার স্পর্শ পবিত্র কি না, সেটা একমাত্র কৌশানীই বুঝতে পারবে: শিবপ্রসাদ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।