কলকাতা: ফের কোটি কোটি টাকা উদ্ধার শহরে। এবার অর্পিতা মুখোপাধ্যায়ের অন্য একটি ফ্ল্যাট থেকে। বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাট থেকে রাত দশটা পর্যন্ত উদ্ধার হয়েথে কুড়ি কোটি টাকা। আরও টাকা মিলতে পারে বলে সূত্রের খবর। এই ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।


কী বলেছেন কুণাল: 
কুণাল ঘোষ বলেন, 'একটা প্রক্রিয়ার মাঝপথে আমরা আছি, যা দেখছি তা যথেষ্ট উদ্বেগজনক একটি ছবি। এটা কখনই কাম্য ছিল না। এটাকে কোনওমতে কোনও অবস্থায় ডিফেন্ড করার চেষ্টা আমি করব না। তদন্ত চলুক। কার টাকা, কীভাবে টাকা নিশ্চয়ই এজেন্সি কোর্টে সেটা তুলে ধরবে।' দল কীভাবে দেখছে তাও খোলসা করেছেন কুণাল। তিনি বলেন, 'দল, দলের শীর্ষ নেতৃত্ব যথেষ্ট গুরুত্ব দিয়ে গোটা প্রক্রিয়ার উপর নজর রাখছে। দল যথা সময়ে তার বক্তব্য জানিয়ে দেবে।' 


 






শুভেন্দুকে পাল্টা কটাক্ষ:
বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনায় টুইট করে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তা নিয়েও পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'যিনি আকণ্ঠ দুর্নীতিতে ডুবে। জেরা-গ্রেফতার এড়ানোর জন্য বিজেপিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। পেঁয়াজের খোসা ছাড়ানোর আনন্দ দেখতে গিয়ে একদিন না একদিন ওঁর চোখ দিয়ে জল বেরবে। পার্থদার সঙ্গেই তো ও ছিল। পার্থদার সঙ্গেই তো ঘুরে বেড়াত।'

আরও পড়ুুন: 'বাংলার মাথা নত হয়ে গেছে, এর শিকড় কতদূর জানি না' বস্তা বস্তা টাকা উদ্ধারে মন্তব্য দিলীপের