কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ইস্যু আরজি কর হোক বা সন্দেশখালি, দল যতই বেকায়দায় পড়ুক না কেন, কুণাল ঘোষ খেলেছেন ফ্রন্টফুটে । আর তাতেই সম্ভবত ফের পুরনো পদে ফিরলেন কুণাল ঘোষ। গত মে মাসে বিজেপি প্রার্থীর সঙ্গে একই মঞ্চে দেখা যাওয়ার পরই কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। তবে ফের একবার দলীয় নথিতে কুণাল ঘোষের সঙ্গে লেখা হল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক পদটি।
গত ১ মে একটি বিবৃতি জারি করে রাজ্যের শাসকদল একটি বিবৃতিতে ঘোষণা করে, 'সম্প্রতি কুণাল ঘোষ এমন অনেক কথা বলছিলেন যা দলের অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই এটা বোঝানো অত্যন্ত দরকার ছিল যে, উনি যা বলছেন, তা সম্পূর্ণ ভাবে তাঁর ব্যক্তিগত অভিমত। এর সঙ্গে দলের ভাবনার কোনও সম্পর্ক নেই।' এই ঘটনার পর কুণাল ঘোষ কিছু বিস্ফোরক মন্তব্যও করেছিলেন। তাঁর নিশানায় কখনও এসেছেন দেব, কখনও পার্থ চট্টোপাধ্যায়। তবে সে সব সাময়িক দূরত্ব মুছে ফেলে কোনও পদ ছাড়াই দলের হয়ে মিডিয়ার সামনে কথা বলতে শুরু করেন কুণাল। দলের বেকায়দার সময় তিনি লাগাতার বিরোধী পক্ষকে আক্রমণ করে গেছেন। আরজিকর কাণ্ডের সময় , জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের সময়, তিনি দলের হয়ে ব্যাটন ধরেছেন। সম্ভবত তারই পুরস্কার পেলেন তিনি। আবার হারানো পদে ফিরলেন কুণাল ঘোষ। রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে সই করলেন । অফিসিয়ালি ফিরলেন দায়িত্বে।
মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দেওয়া স্মারকলিপিতে রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে দেখানো হয়েছে কুণালকে। মে দিবসে তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে তাঁর প্রশংসাও করেছিলেন কুণাল। সেদিনই পদ গিয়েছিল কুণাল ঘোষের। সূত্রের খবর, সাম্প্রতিক কালে কুণাল ঘোষের পারফর্ম্যান্সই তাঁকে হারানো পদ ফিরিয়ে দিল। তাই মনে করা হচ্ছে আর জি কাণ্ডের পর, কুণালের লাগাতার আক্রমণাত্মক পোস্ট দলীয় হাইকমান্ডের নজর কেড়েছে।
আরও পড়ুন, ১২ বছর পর রাশিচক্রে গজলক্ষ্মী যোগ! রাজযোগে রাজার ভাগ্য ৩ রাশিতে, কাজে হাত দিলেই টাকা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে