কলকাতা : অমিত মালব্যর (Amit Malviya) পোস্ট করা ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ) এবার পোস্ট করলেন কুণাল ঘোষ । 'আর জি কর মেডিক্যালের বর্তমান অধ্যক্ষকে হুমকি দিচ্ছেন সন্দীপ ঘোষের দেহরক্ষী। মুখ্যমন্ত্রীর নাম করে অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিচ্ছেন সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলি খান।' ভাইরাল ভিডিও পোস্ট করে দু'দিন আগে এমনই দাবি করেছিলেন অমিত মালব্য। সেই ভিডিওই এবার পোস্ট করে তদন্তের দাবি তুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, 'মুখ্যমন্ত্রী জানেনও না তাঁর নাম করে এই ঔদ্ধত্য, মস্তানি করে সরকার ও তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। এই ভিডিও যদি সত্যি হয়, পুলিশ একে গ্রেফতার করুক।'