কলকাতা: দুঃসময়ে সত্যজিৎ রায়ের সৃষ্টিতে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছিলেন আগেই। সেই পথেই এবার হাঁটলেন তৃণমূলে পদ হারানো কুণাল ঘোষ (Kunal Ghosh)। সত্যজিতের 'হীরক রাজার দেশে' ছবির গানই আবার ধরলেন তিনি। আগের দিন গেয়েছিলেন, 'কতই রঙ্গ দেখি দুনিয়ায়'। এবার কুণালের গলায় শোনা গেল, 'বলি যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনও সোয়াস্তি পাবে কি'? (TMC Removes Kunal)


তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ হারানোর পর, লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকা থেকেও নাম বাদ গিয়েছে কুণালের।  দলের দু'-একজন তাঁর সমর্থনে মুখ খুললেও, যে নেত্রীর সঙ্গে নিজের পুরনো সম্পর্কের দোহাই বার বার দিচ্ছেন কুণাল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত তাঁকে নিয়ে প্রকাশ্যে একটি শব্দও খরচ করেননি।  দলের 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গোটা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি এখনও পর্যন্ত। (Heerak Rajar Deshe)


সেই আবহেই গান ধরলেন কুণাল। তাঁকে সুর করে গাইতে শোনা গেল, 'এক যে ছিল রাজা তার ভারি দুখ্। দেখো রাজা, কাঁদে রাজা, আহা রাজা, বেচারা রাজার ভারি দুখ্! দুঃখ কিসে হয়? অভাগার অভাবে জেনো শুধু নয়। যার ভাণ্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি তারও ভয়। জেনো সেও সুখী নয় সুখী নয়। দুঃখ যাবে কি? দুঃখ যাবে কি? বিরস বদনে রাজা ভাবে কী? বলি যারে তারে দিয়ে শাস্তি রাজা কখনো সোয়াস্তি পাবে কি? দুঃখ যাবে কি'?



আরও পড়ুন: Weather Update: আজই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কখন থেকে কোন কোন জেলা ভিজবে ? কী খবর তাপপ্রবাহের ?


নিজের মোবাইল ফোনে গান গাওয়ার ভিডিও রেকর্ড করেছেন কুণাল। ভিডিওয় একেবারে হালকা মেজাজেই গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূলের পদহারা কুণালের কণ্ঠে এই গান কি বিশেষ ইঙ্গিতবাহী? স্বভাবতই উঠছে প্রশ্ন।  নিজে যদিও শুধু প্রশ্নই উস্কে দিয়েছেন কুণাল, এ নিয়ে কোনও সাফাই দেননি তিনি। 


শনিবার সকালে মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ তৃণমূলনেত্রী মমতার সঙ্গে নিজের একটি পুরনো ছবিও পোস্ট করেন কুণাল। ছবিটি পোস্ট করে কুণাল লেখেন, 'পুরনো সেই দিনের কথা। তখনও তৃণমূল সরকারে আসেনি। একটি সুন্দর মুহর্ত'। গত কয়েক দিনে বার বার কুণালের মুখে অতীতের কথা উঠে এসেছে। ১৯৯৩ সালে মমতাকে কী ভাবে তিনি হাসপাতালে নিয়ে ছুটেছিলেন, মমতার কাছ থেকে কত স্নেহ পেয়েছেন, তা বারংবার জানিয়েছেন। দলে কোণঠাসা হয়ে কি তাহলে স্মৃতিচারণেই ডুব দিলেন কুণাল? তাঁর পোস্ট অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে।