Bank News:  আজ 4 মে মাসের প্রথম শনিবার রিজার্ভ ব্যাঙ্ক (RBI) অনুসারে ব্যাঙ্ক ছুটির দিন নয়। ভারত জুড়ে ব্যাঙ্কগুলি প্রথম ও তৃতীয় শনিবারে কাজ করবে। তবে জাতীয় ও আঞ্চলিক ছুটির দিনের সঙ্গে তাল মিলিয়ে ব্যাঙ্কগুলি দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে।  


মে মাসে রাজ্যভিত্তিক ব্যাঙ্ক ছুটির তালিকা রইল এখানে


মে 7 (মঙ্গলবার): লোকসভা সাধারণ নির্বাচন, গুজরাট, মধ্যপ্রদেশ এবং গোয়ায় ব্যাঙ্কিং কাজ বন্ধ


8 মে (বুধবার): রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ।


10 মে (শুক্রবার): বাসভ জয়ন্তী/অক্ষয় তৃতীয়া, কর্ণাটকে ব্যাঙ্কে ছুটি থাকবে।


13 মে (মঙ্গলবার): লোকসভা সাধারণ নির্বাচনের আরেকটি পর্বে শ্রীনগরে ছুটি থাকবে।


16 মে (বৃহস্পতিবার): সিকিমে স্টেট দিবসে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।


20 মে (সোমবার): লোকসভা সাধারণ নির্বাচনে মহারাষ্ট্রে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে।


23 মে (বৃহস্পতিবার): বুদ্ধ পূর্ণিমা, ত্রিপুরা, মিজোরাম, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, জম্মু, লখনউ, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশ সহ একাধিক রাজ্যে ব্যাঙ্কগুলি বন্ধ রয়েছে৷


25 মে (শনিবার): নজরুল জয়ন্তী এবং লোকসভা সাধারণ নির্বাচন, ত্রিপুরা ও ওড়িশায় ব্যাঙ্ক ছুটি থাকার কথা।


Bank Holidays List in 2023:  Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।


অনলাইন পরিষেবা চালু থাকবে
সময়ের সঙ্গে সঙ্গে ব্যাঙ্কিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। আপনি শুধু মোবাইল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ঘরে বসে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারেন। এছাড়াও আপনি UPI এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন। এছাড়াও আপনি নগদ তোলার জন্য এটিএম ব্যবহার করতে পারেন।


আজকাল  ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী দিনে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।


Income Tax Rumor: এক গুজবেই কাল ধস নেমেছে বাজারে ? এবার মুখ খুললেন অর্থমন্ত্রী