কলকাতা: তৃণমূলে তিনি ছিলেন, আছেন এবং আগামী দিনেও থেকে যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তবে দলে পদ হারিয়ে আপাতত সিনেমা দেখার ঝোঁক হয়েছে কুণাল ঘোষের। নিজেই সেকথা জানালেন তিনি। তবে যে ছবি দেখার ইচ্ছে প্রকাশ করেছেন কুণাল, তাও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কুণাল জানিয়েছেন, আবার 'হীরক রাজার দেশে' (Heerak Rajar Deshe) দেখবেন তিনি। পাশাপাশি গুনগুন করে গাইলেন "কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাইরে...'। (Kunal Ghosh)


২ মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। সেই দিনই নতুন করে 'হীরক রাজার দেশে' দেখার ইচ্ছে প্রকাশ করেছেন কুণাল। সোশ্যাল মিডিয়াতেও এই ইচ্ছের কথা লেখেন তিনি, এবিপি আনন্দের মুখোমুখি হয়েও জানান ছবিটি আবারও দেখতে মন চাইছে তাঁর। কুণাল জানিয়েছেন, 'হীরক রাজার দেশে' ছবিটি সব বয়সে দেখার মতো হলেও, শৈশবে, মধ্যবয়সে এবং বেশি বয়সে ছবিটি এক-এক রকমের বার্তা দেয়। ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বয়সের নিরিখে ছবিটি দেখে এক-এক রকমের অর্থ বোঝা সম্ভব হয়। (TMC Removes Kunal)


কিন্তু সত্যজিতের জন্মবার্ষিকী বলেই কুণাল নতুন করে 'হীরক রাজার দেশে' দেখতে উদগ্রীব হয়ে পড়েছেন, এমনটা মানতে নারাজ রাজনৈতিক মহল। আসলে ঘুরপথে তিনি দলীয় নেতৃত্বকেই বার্তা দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে। কুণাল নিজে সরাসরি তা যদিও বলেননি, তবে গুনগুন করে গাইলেন, 'আমি যে দিকেতে চাই, অবাক বনে যাই'। 


আরও পড়ুন: Kunal Ghosh: ‘শুভেন্দুর ভাষা, নীতির বিরোধী, কিন্তু ওকে দেখে শেখা উচিত’, আবারও দলের নেতাকে নিশানা কুণালের


এদিনও ফের দলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "তৃণমূল অনেক শক্তিশালী দল। ৩০-৩৫টি আসন পেতে চলেছে। আমার মতো ১০টা কুণাল ঘোষ আসবে যাবে। থেকে যাবে তারাই, যারা মন জুগিয়ে চলবে, হ্যাঁ-তে হ্যাঁ মেলাবে, নিজের মাথা খাটাবে না, যন্ত্রের মতো শৃঙ্খলাপরায়ণ বা শৃঙ্খলবদ্ধ হয়ে থেকে যাবে।" এখানেও কি 'হীরক রাজার দেশে'র প্রাসঙ্গিকতা বোঝাচ্ছেন কুণাল? উত্তর এড়ান তিনি। 


তৃণমূলে নিজের ভবিষ্যৎ নিয়ে গতকালই জল্পনা উস্কে দিয়েছিলেন কুণাল। জানিয়েছিলেন, তিনি তৃণমূলে ছিলেন, আছে এবং থেকে যাওয়ার চেষ্টাই করবেন। এই 'চেষ্টা' থেকে কি বিরত হতে পারেন কুণাল? অন্য দলে কি যেতে পারেন তিনি? কুণাল জানিয়েছেন, দলকে তিনি ভালবাসেন, তৃণমূলে ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু তাঁকে রাখা হবে কি না, তা দলের উপরই নির্ভর করছে।