নদিয়া: নদিয়ার সভা থেকে গান গেয়ে শুভেন্দুকে তীব্র কটাক্ষ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। 


গানে গানে কটাক্ষ:
'এক টানেতে যেমন-তেমন, দু'টানেতে রোগী, সারা জীবন চুরি করে শুভেন্দু নাকি যোগী', --মঞ্চ থেকে এই গান গেয়েই শুভেন্দুকে নিশানা কুণালের। বিভিন্ন দুর্নীতির অভিযোগে বারবার তৃণমল এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারবার তাঁর মুখে শোনা গিয়েছে 'ডিসেম্বর ডেডলাইন'। এবার শুভেন্দুর দিকেই পাল্টা চুরির অভিযোগ করলেন কুণাল।


মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলিকে নকল করে বিজেপি নিজেদের প্রকল্প বলে চালাতে চাইছে, অভিযোগ কুণালের। তাঁর আরও অভিযোগ, ভোটের হারার প্রতিহিংসায় কেন্দ্রের টাকা বন্ধ করা, ইডি-সিবিআইকে লেলিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। তৃণমূলে থাকার সময় শুভেন্দু অধিকারীর বক্তব্যের রেকর্ডিং শুনিয়ে আক্রমণ কুণাল ঘোষের। সিবিআই-ইডি থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী, দাবি কুণালের।






এর আগেও বারবার কুণালেরে নিশানায় এসেছেন শুভেন্দু অধিকারী। কদিন আগেই শুভেন্দুর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে রক্ত ঝরেছিল। সিভিক ভলান্টিয়ারের সামনেই বাঁশপেটা করার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের। সেই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে শুভেন্দুকেই পাল্টা নিশানা করেন কুণাল ঘোষ। তিনি বলেছিলেন, 'শুভেন্দু অধিকারী সম্পূর্ণ মিথ্যাচার করছেন। ওই জায়গাটায় একটা সময় কিছু মানুষকে ভুল বুঝিয়ে, কিছু ভোট, বিজেপি পেয়েছিল। কিন্তু মানুষ বুঝতে পারছে না আসল ঘটনাটা কী ক্রমশ বিজেপির পাশ থেকে সরে যাচ্ছে। এবার একটা সমবায় সমিতি, সেখানে তো ভোটের জন্য বিজেপি, সিপিএম, সবাই হাত মিলিয়ে আছে।' রাত থেকে বিজেপি বাইরে থেকে লোকজনকে ঢুকিয়েছে এবং ওই জায়গায় অশান্ত, মারধর, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। 


আরও পড়ুন: 'চন্দন অনেককে চাকরি দিয়েছিলেন, ছেলেও পেয়েছিল', বাগদায় 'অযোগ্য' শিক্ষকের হদিশ