কলকাতা : দিলীপ ঘোষের (Dilip Ghosh) 'সেটিং' তত্ত্ব নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। এবার পাল্টা খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। "শুভেন্দুকে (Suvendu Adhikari) গ্রেফতার করানোর কৌশলী বিবৃতি দিচ্ছেন দিলীপ ঘোষ", বলে মন্তব্য করেন তিনি।


গরুপাচার মামলায় শাসকদলের হেভিওয়েট নেতাকে ধরপাকড় ঘিরে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। বলা হচ্ছে, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার তাদের অপব্য়বহার করছে। সেই আবহে এ বার সিবিআই-এর বিরুদ্ধে মুখ খুলেছেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 


কী বলেছেন দিলীপ ?


রবিবার কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন, "গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে । যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন ? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।"


আরও পড়ুন ; দিলীপের মুখে সিবিআই-সেটিং তত্ত্ব, কুণাল বললেন, 'শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশল'


দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে সুর চড়ান কুণাল। তিনি বলেন, "বিকৃত ভাবনা এবং বিকৃত ভাষা। কোনও সুস্থ রাজনৈতিক লোকের মুখে এই ভাষা শোভা পায় না। কাকে বলছেন সেটিং ? কীসের সেটিং ? আপনারা তো কেন্দ্রে রয়েছেন। আপনার দলের নেতা অমিত শাহ-নরেন্দ্র মোদি। সিবিআই তো তাঁদের আন্ডারে। তাহলে কি দিলীপ ঘোষ খুঁচিয়ে বলে দিলেন, শুভেন্দু অধিকারী সেটিং করে সিবিআইয়ের এফআইআরের বাইরে আছেন ? দিলীপদা-র কী আসলে কহি পে নিগাহে, কহি পে নিশানা। উনি কি চাইছেন, সিবিআই নিজেকে নিরপেক্ষ দেখানোর জন্য শুভেন্দুকে গ্রেফতার করুক। শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশলী বিবৃতি দিচ্ছেন দিলীপ ঘোষ।" 


তিনি আরও বলেন, "সিবিআই-ইডি-এরা কেন্দ্রীয় সরকারের। কার সঙ্গে সেটিং করেছে ? ওঁর বলা উচিত। উনি এই যে মিডিয়াকে গরম করছেন, উনি কি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ? সিবিআই দেশের প্রাইম ইনভেস্টিগেটিং এজেন্সি। এটা একটা ব্র্যান্ড। বহু দক্ষ অফিসার আছেন সিবিআইয়ে। কিন্তু, বিজেপি রাজনৈতিক ক্রিয়াকলাপে এই ব্র্যান্ডের অপব্যবহারে তার ক্ষতি করছে। দিলীপ ঘোষের মতো লোকেদের এধরনের কথায় সিবিআইয়ের সম্মানহানি হচ্ছে। উনি গিয়ে মোদি-শাহকে বলুন।"