Asus Zenfone: আসুসের নতুন জেনফোন (Asus Zenfone) লঞ্চ হতে পারে ভারতে। শোনা যাচ্ছে, আসুস জেনফোন ৯ (Ausu Zenfone 9) ভারতে লঞ্চ হতে পারে চলতি সপ্তাহের শেষের দিকে। একটি সূত্র মারফত এই তথ্য পাওয়া গিয়েছে। তাইওয়ানের সংস্থা আসুস তাদের জেনফোন ৯ গত মাসে লঞ্চ হয়েছিল নির্দিষ্ট কিছু দেশে। তবে ভারতে সেই সময় লঞ্চ হয়নি এই ফোন। এবার শোনা গিয়েছে যে, আসুস জেনফোন ৯ ভারতে লঞ্চ হতে চলেছে। তবে এই নামে লঞ্চ হবে না আসুসের নতুন ফোন। শোনা যাচ্ছে, আসুস ৯জেড (Asus 9Z) নামে ভারতে লঞ্চ হতে চলেছে এই ফোন। তবে নাম ছাড়া আর কিছুতেই ফারাক থাকবে না এই দুই ফোনে। শোনা যাচ্ছে, আসুস জেনফোন ৯ এবং আসুস ৯জেড ফোনে একই ধরনের স্পেসিফিকেশন ও ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, আসুস জেনফোন ৯ ভারতে লঞ্চ হতে পারে আগামী ২৩ অগস্ট। যদিও আসুস সংস্থার তরফে এখনও এই ফোন ভারতে লঞ্চ সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় অবশ্য আসুস জেনফোন ৯ নিয়ে প্রচার চালিয়েছে সংস্থা।
ভারতে আসুস জেনফোন ৯ বা আসুস ৯জেড ফোনের দাম কত হতে পারে
ভারতে এই ফোনের দাম কত হতে পারে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে ইউরোপের দামের সঙ্গে এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের দামে বিশেষ ফারাক থাকবে না বলেই অনুমান করা হচ্ছে। ইউরোপে আসুস জেনফোন ৯ লঞ্চ হয়েছে EUR 799 দামে, ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪,৭০০ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, আসুস ৮জেড ফোন ভারতে লঞ্চ হয়েছিল ৪২,৯৯৯ টাকায়। এর থেকে আসুস জেড৯ ফোনের দাম এর থেকে কিছুটা বেশি হবে বলেই অনুমান করা হচ্ছে।
আসুস জেনফোন ৯ বা আসুস ৯জেড ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার
যেহেতু আন্তর্জাতিক বাজারে এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে তাই ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার, স্পেসিফিকেশন থাকতে পারে তার একটা আন্দাজ করা গিয়েছে।
- একটি ৫.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে আসুসের আসন্ন ফোনে। তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- জোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকতে পারে এই ফোনে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
- আসুস জেনফোন ৯ মডেলে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে একটি ১২ মেগাপিক্সেলের Sony IMX363 আলট্রা ওয়াইড লেন্স। সেলফির জন্য এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১২ মেগাপিক্সেলের Sony IMX663 ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে বলেও শোনা গিয়েছে।